ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি তে (IGNOU Recruitment) বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর – 66/2023/Admn।

ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে অনলাইনে ৮ অগাস্ট, ২০২৩ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট

শুন্যপদ – ৮ টি 

যোগ্যতা – কমপক্ষে ৫৫% নম্বর সহ কম্পিউটার সায়েন্স/ আই টি তে এমসিএ / বি.টেক / বি.ই/ এম.এসসি ডিগ্রী অথবা

মাল্টি মিডিয়াতে  বিসিএ/ বি.এসসি/ বি.ভক/বি.এ ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স – বয়স হতে হবে ৮ অগাস্ট, ২০২৩ অনুযায়ী ৩৭ বছরের মধ্যে।

বেতনক্রম – ৯,৩০০/- টাকা – ৩৪,৮০০/- টাকা

 

 

২) টেকনিক্যাল ম্যানেজার

শুন্যপদ – ৪ টি

যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ কম্পিউটার সায়েন্স/ আই টি তে এমসিএ / বি.টেক / 

বি.ই/ এম.এসসি ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা 

সফটওয়্যার অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্ট বা ডেটাবেস ম্যানেজমেন্ট এ দক্ষতা থাকতে হবে।

বয়স – বয়স হতে হবে ৮ অগাস্ট, ২০২৩ অনুযায়ী ৪২ বছরের মধ্যে।

বেতনক্রম – ১৫,৬০০/- টাকা – ৩৯,১০০/- টাকা

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটেগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

স্কিল টেস্ট/ লিখিত পরীক্ষা / ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন  IGNOU এর  অফিসিয়াল ওয়েবসাইট www.ignou.ac.in

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে  অনলাইনে  IGNOU এর  অফিসিয়াল ওয়েবসাইট www.ignou.ac.in এর মাধ্যমে ৮ অগাস্ট, ২০২৩ এর মধ্যে।

পাশাপাশি প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ  আবেদন পত্র খামে ভরে ২৩ অগাস্ট, ২০২৩ এর মধ্যে জমা করতে হবে এই ঠিকানায় – “ The Deputy Registrar (Recruitment Cell), Room No. 13, Block 7, IGNOU, Maidan Garhi, New Delhi – 110068 “।

খামের উপর লিখতে হবে “Application for the post of Technical Manager/Technical Assistant “।

আবেদন মূল্য ১০০০/- টাকা। তবে এসসি/এসটি/ এক্স সার্ভিসম্যান/ মহিলা এর ক্ষেত্রে কেবল ৬০০/- টাকা জমা করতে হবে।

প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড / ক্রেডিট কার্ড / নেট ব্যাঙ্কিং/ মোবাইল ওয়ালেট ইত্যাদির মাধ্যমে।

একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে প্রতি পোস্টের জন্য পৃথক পৃথকভাবে আবেদন করতে হবে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন IGNOU এর  অফিসিয়াল ওয়েবসাইট www.ignou.ac.in

 

 প্রতিনিয়ত  সরকারি চাকরির খবরের আপডেট সবার আগে পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ