ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৪ নভেম্বর, ২০২৩ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) কনসালট্যান্ট

শূন্যপদ - ১টি

যোগ্যতা - যে কোন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী সহ মাস কমিউনিকেশনে ব্যাচেলর ডিগ্রী/ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অথবা , রিটায়ার্ড ব্যক্তিরাও আবেদন করতে পারবেন।

পারিশ্রমিক - ৪০,০০০/- টাকা

 

২) অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েট

শূন্যপদ - ৩টি

যোগ্যতা - গ্র্যাজুয়েট ডিগ্রী সহ মাস কমিউনিকেশনে ব্যাচেলর ডিগ্রী/ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অথবা , রিটায়ার্ড ব্যক্তিরাও আবেদন করতে পারবেন।

পারিশ্রমিক - ৩০,০০০/- টাকা

 

চুক্তিভিত্তিক মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২৪ নভেম্বর, ২০২৩ এর মধ্যে। প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ আবেদন পত্র টাইপ করে তা খামে ভরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - 'The Director, Electronic Media Production Centre, IGNOU, Maidan Garhi, New Delhi - 110068 '।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন IGNOU এর অফিসিয়াল ওয়েবসাইট www.ignou.ac.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ