ICMR Recruitment: রিসার্চ ইনস্টিটিউট এ অ্যাসিস্ট্যান্ট ও অ্যাটেনডেন্ট নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : ICMR - রাজেন্দ্র মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সস এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - RMRIMS/Tech/01/2023।
ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩১ জুলাই, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (বিভিন্ন শাখা)
শূন্যপদ - ১১টি
যোগ্যতা - প্রথম শ্রেণীর নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩১ জুলাই, ২০২৩ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা
২) ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট - ১ (বিভিন্ন বিভাগ)
শূন্যপদ - ১২টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অথবা সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩১ জুলাই, ২০২৩ অনুযায়ী ২৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৮,০০০/- টাকা - ৫৬,৯০০/- টাকা
তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
প্রবেশন পিরিয়ড - ২ বছর
নির্বাচন পদ্ধতি
কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট www.rmrims.org.in অথবা www.icmr.nic.in।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩১ জুলাই, ২০২৩ এর মধ্যে।
আবেদন পত্র ডাউনলোড করতে হবে ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট www.rmrims.org.in অথবা www.icmr.nic.in থেকে।
তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ আবেদন পত্র খামে ভরে ডাকের মাধ্যমে জমা করতে হবে এই ঠিকানায় - ' The Administrative Officer, ICMR - Rajendra Memorial Research Institute of Medical Sciences, Agamkuan, Patna - 800007 '।
খামের উপর লিখতে হবে - ' Application for the post of (পোস্টের নাম) ' ।
আবেদন মূল্য ৩০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/এক্স - সার্ভিসম্যান/মহিলার ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।
টাকা জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই ঠিকানায় - ' in favour of " Director, RMRIMS, Patna " , payable at Patna '।
একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তবে প্রতি পোস্টের জন্য আবেদনকারীকে পৃথক পৃথক ভাবে আবেদন করতে হবে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট www.rmrims.org.in অথবা www.icmr.nic.in ।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।