ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : কলকাতার ICMR - ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিসেস (NICED) তে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর : NICED/01/2023।

ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৪ আগস্ট, ২০২৩ এর মধ্যে।

 

 

উল্লেখিত পোস্টে কে কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল - 

পোস্টের নাম - টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ - ২৮টি

যে যে শাখাতে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে সেগুলি হল - লাইফ সায়েন্স, ল্যাব টেকনোলজি, ল্যাবরেটরি অ্যানিমাল কেয়ার, ফিল্ড ইনভেস্টিগেটর, ইঞ্জিনিয়ারিং সাপোর্ট।

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট হতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৪ আগস্ট, ২০২৩ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের কম্পিউটার বেসড টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট www.niced.org.in বা www.icmr.nic.in

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৪ আগস্ট, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট www.niced.org.in বা www.icmr.nic.in থেকে।

তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি, ছবি সহ আবেদন পত্র খামে ভরে ডাকের মাধ্যমে জমা করতে হবে এই ঠিকানায় - ' The Director, ICMR - National Institute of Cholera and Enteric Diseases, P - 33, CIT Road, Scheme XM, Beliaghata, Kolkata - 700010 '।

 

আবেদন মূল্য ৬০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলার ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।

টাকা জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই ঠিকানায় - ' in favour of Director, ICMR - NICED, Kolkata payable at any nationalized bank in Kolkata '।

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট www.niced.org.in বা www.icmr.nic.in

 

এইরকম প্রতি সপ্তাহে একসঙ্গে আপডেট পাওয়ার পাশাপাশি প্রতিদিনের চাকরির খবর নখদর্পণে রাখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ  গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ