ICMR - NARFBR: গবেষণা সংস্থায় অ্যাসিস্ট্যান্ট ও অ্যাটেনডেন্ট নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক: ICMR - ন্যাশনাল অ্যানিমাল রিসোর্স ফেসিলিটি ফর বায়োকেমিক্যাল রিসার্চ এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর : NARFBR/Tech/ 01/2023।
ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৪ আগস্ট,২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) ল্যাব অ্যাটেনডেন্ট - ১
শূন্যপদ - ৩৫ টি
যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা অথবা সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৪ আগস্ট, ২০২৩ অনুযায়ী ২৫ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ১৮,০০০/- টাকা - ৫৬,৯০০/- টাকা।
২) টেকনিশিয়ান - ১
শূন্যপদ - ৮ টি
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাশ এবং মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি /কম্পিউটার/ স্ট্যাটিসটিক্স বা সমতুল্য বিষয়ে এক বছরের ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৪ আগস্ট, ২০২৩ অনুযায়ী ২৮ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা।
৩) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ৩ টি
যোগ্যতা - প্রথম শ্রেণীর নম্বর সহ বি.এসসি / ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট বা সমতুল্য অথবা ইঞ্জিয়ারিং ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৪ আগস্ট, ২০২৩ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা।
তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
প্রবেশন পিরিয়ড - ২ বছর
নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচন করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন NARFBR এর অফিসিয়াল ওয়েবসাইট narfbr.org অথবা www.icmr.nic.in।
হায়দ্রাবাদে এই নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৪ আগস্ট, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে NARFBR এর অফিসিয়াল ওয়েবসাইট narfbr.org অথবা www.icmr.nic.in এর মাধ্যমে।
আবেদন পত্রের অফিসিয়াল বয়ানঃ Download Now
তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ আবেদন পত্র খামে ভরে ডাকের মাধ্যমে জমা করতে হবে এই ঠিকানায় - " Director of ICMR, National Animal Resource Facility for Biomedical Research, Genome Valley, kolthur ( P.O), Shamirpet (M), Hyderabad, Telangana - 500 101 "।
খামের উপর যে পোস্টের জন্য আবেদন করা হবে সেটির নাম উল্লেখ করতে হবে এই ভাবে" Application for the post of ____ " ।
আবেদন মূল্য ৩০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/এক্স সার্ভিসম্যান/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।
টাকা জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই ঠিকানায় ' In favour of " Director, NARFBR ", payable at Hyderabad ' ।
একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে প্রতি পোস্টের জন্য পৃথক পৃথক ভাবে আবেদন করতে হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NARFBR এর অফিসিয়াল ওয়েবসাইট narfbr.org অথবা www.icmr.nic.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।