ICG Recruitment: ইন্ডিয়ান কোস্ট গার্ডে ২৫৫ জন নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ ইন্ডিয়ান কোস্ট গার্ডে মোট ২৫৫ জন কর্মী নিয়োগ করা হবে।
মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন।
আবেদন করতে হবে অনলাইনে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৬ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ থেকে। আবেদনের শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) নাবিক (জেনারেল ডিউটি)
শূন্যপদ - ২২৫টি
যোগ্যতা - গণিত ও ফিজিক্স বিষয় সহ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
২) নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ)
শূন্যপদ - ৩০টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ হতে হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ১৮ বছর থেকে ২২ বছরের মধ্যে অর্থাৎ জন্মতারিখ হতে হবে ১ সেপ্টেম্বর, ২০০১ থেকে ৩১ আগস্ট, ২০০৫ এর মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন, ফিজিক্যাল ফিটনেস টেস্ট এবং মেডিক্যাল এক্সামিনেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন ICG এর অফিসিয়াল ওয়েবসাইট https://joinindiancoastguard.cdac.in/cgept/ বা এমপ্লয়মেন্ট নিউজের বিজ্ঞপ্তি।
ট্রেনিং শুরু হওয়ার সম্ভাব্য সময় সীমা সেপ্টেম্বর, ২০২৩।
কেবল মাত্র পুরুষেরা আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে ICG এর অফিসিয়াল ওয়েবসাইট https://joinindiancoastguard.cdac.in/cgept এর মাধ্যমে।
আবেদন প্রক্রিয়া শুরু হবে ৬ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ থেকে। আবেদনের শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩।
এক্সামিনেশন ফি ৩০০/- টাকা। তবে এসসি/এসটি এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।
টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিং/UPI ইত্যাদির মাধ্যমে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ICG এর অফিসিয়াল ওয়েবসাইট https://joinindiancoastguard.cdac.in/cgept/ বা এমপ্লয়মেন্ট নিউজের বিজ্ঞপ্তি।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।