ইনস্টিটিউট অফ ফরেস্ট বায়োডাইভার্সিটিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক :ইনস্টিটিউট অফ ফরেস্ট বায়োডাইভার্সিটিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
মাধ্যমিক পাশ যোগ্যতার ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩১ জুলাই, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) লোয়ার ডিভিশন ক্লার্ক
শূন্যপদ - ১টি
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ সহ ম্যানুয়াল টাইপিং এ প্রতি মিনিটে ৩০টি ইংরেজি/২৫টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
অথবা কম্পিউটারে টাইপিং এ প্রতি মিনিটে ৩৫টি ইংরেজি/৩০টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা
২) মাল্টি - টাস্কিং স্টাফ
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ হতে হবে।
বেতনক্রম - ১৮,০০০/- টাকা - ৫৬,৯০০/- টাকা
বয়স - বয়স হতে হবে ৩১ জুলাই, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে স্কিল টেস্ট নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন IFB এর অফিসিয়াল ওয়েবসাইট icfre.gov.in অথবা ifb.icfre.gov.in।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩১ জুলাই, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে IFB এর অফিসিয়াল ওয়েবসাইট www.icfre.gov.in অথবা www.ifb.icfre.gov.in থেকে। তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি ও ছবি সহ খামে ভরে ডাকের মাধ্যমে জমা করতে হবে এই ঠিকানায় - " The Director, Institute of Forest Biodiversity, Dulapally, Kompally S.O, Hyderabad - 500 100 "।
খামের উপর লিখতে হবে ' Application for the post of _____ '।
আবেদন মূল্য ৩০০/- টাকা। তবে এসসি/এসটি /মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।
টাকা জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই ঠিকানায় - ' in favour of the " Director, Institute of Forest Biodiversity " payable at Hyderabad "।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আবেদনের অফিসিয়াল বয়ানঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন IFB এর অফিসিয়াল ওয়েবসাইট icfre.gov.in অথবা ifb.icfre.gov.in।
প্রতিনিয়ত সরকারি চাকরির খবরের আপডেট সবার আগে পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।