ICAR Recruitment: কেন্দ্রীয় সংস্থার কলকাতার দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ কলকাতার ICAR - ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচরাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১২ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) সিনিয়র রিসার্চ ফেলো
বিজ্ঞপ্তি নম্বর - 03/NINFET/2022-23
শূন্যপদ - ১টি
যোগ্যতা - মাইক্রোবায়োলজি/এগ্রিকালচারাল মাইক্রোবায়োলজি/বায়ো কেমিস্ট্রি/এগ্রিকালচারাল বায়ো কেমিস্ট্রি/এগ্রিকালচারাল কেমিস্ট্রি/এগ্রিকালচারাল কেমিক্যালস/বোটানি বিষয়ে মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩৫ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ৩১,০০০/- টাকা
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
২) ইয়ং প্রফেশনাল - I
বিজ্ঞপ্তি নম্বর - 04/NINFET/2022-23
শূন্যপদ - ১টি
যোগ্যতা - এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং/সিভিল ইঞ্জিনিয়ারিং/এগ্রিকালচার/মাইক্রোবায়োলজি/বোটানি/কেমিস্ট্রি বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২১ বছর থেকে ৪৫ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ২৫,০০০/- টাকা
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
৩) ইয়ং প্রফেশনাল - I
বিজ্ঞপ্তি নম্বর - 05/NINFET/2022-23
শূন্যপদ - ১টি
যোগ্যতা - এগ্রিকালচার/মাইক্রোবায়োলজি/বোটানি/কেমিস্ট্রি বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২১ বছর থেকে ৪৫ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ২৫,০০০/- টাকা
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
৪) ইয়ং প্রফেশনাল - I
বিজ্ঞপ্তি নম্বর - 06/NINFET/2022-23
শূন্যপদ - ১টি
যোগ্যতা - টেক্সটাইল টেকনোলজি/টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং/জুট অ্যান্ড ফাইবার টেকনোলজি/ পলিমার সায়েন্স এবং অথবা টেকনোলজি/কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২১ বছর থেকে ৪৫ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ২৫,০০০/- টাকা
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
নির্বাচন পদ্ধতি
আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
সিনিয়র রিসার্চ ফেলো পোস্টের ক্ষেত্রে ৩ বছর ও ইয়ং প্রফেশনাল - I পোস্টের ক্ষেত্রে ১ বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে নিয়োগ করা হবে। তবে কাজের মানের উপর ভিত্তি করে পরবর্তী কালে এই মেয়াদ বৃদ্ধি পেতে পারে।
কলকাতার দপ্তরে পোস্টিং হবে।
ইন্টারভিউ এর ঠিকানা - Meeting Room, 1st floor, CT Building, ICAR - National Institute of Natural Fibre Engineering and Technology, 12, Regent Park, Kolkata - 700040।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১২ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।
আবেদন পত্র ডাউনলোড করতে হবে অনলাইনে NIRJAFT এর অফিসিয়াল ওয়েবসাইট www.nirjaft.res.in থেকে। তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি সহ ইমেল করে পাঠাতে হবে।
সিনিয়র রিসার্চ ফেলো পোস্টের ক্ষেত্রে এই ইমেল আইডিতে মেল করতে হবে - recruitmenticarninfet@gmail.com।
ইয়ং প্রফেশনাল পোস্টের ক্ষেত্রে এই ইমেল আইডিতে মেল করতে হবে - engagementicarninfet@gmail.com।
একটি পোস্টের জন্য কেবল মাত্র একবারই আবেদন করতে পারবেন। একাধিক বার আবেদন করতে পারবেন না।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NIRJAFT এর অফিসিয়াল ওয়েবসাইট www.nirjaft.res.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ