ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ আই বি পি এস পরীক্ষার দ্বারা বিভিন্ন রাষ্ট্রায়ত্ত গ্রামীণ ব্যাংকগুলিতে অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার পদে মোট 8594 জন কর্মী নিয়োগ করা হবে। 

আবেদন করতে হবে অনলাইনে ২১ জুন, ২০২৩ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

 

মোট শূন্যপদ - ৮৫৯৪ টি

 

১) অফিস অ্যাসিস্ট্যান্ট

যোগ্যতা - ব্যাচেলর ডিগ্রী পাশ হতে হবে এবং আঞ্চলিক ভাষাতে দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জুন, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ২৮ বছরের মধ্যে।

 

২) অফিসার স্কেল I (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার)

যোগ্যতা - ব্যাচেলর ডিগ্রী পাশ হতে হবে এবং আঞ্চলিক ভাষাতে দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জুন, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

 

৩) অফিসার স্কেল II (ম্যানেজার)

যোগ্যতা - ব্যাচেলর ডিগ্রী পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জুন, ২০২৩ অনুযায়ী ২১ বছর থেকে ৩২ বছরের মধ্যে।

 

৪) অফিসার স্কেল II (ম্যানেজার) স্পেশালিস্ট অফিসার্স

যোগ্যতা - ইনফরমেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী সহ ১ বছরের অভিজ্ঞতা/চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী সহ ১ বছরের অভিজ্ঞতা/ল অফিসার বিষয়ে ডিগ্রী সহ ২ বছরের অভিজ্ঞতা /ট্রেজারি ম্যানেজার সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী সহ ১ বছরের অভিজ্ঞতা/মার্কেটিং বিষয় এর ডিগ্রী সহ ১ বছরের অভিজ্ঞতা/এগ্রিকালচার অফিসার সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী সহ ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জুন, ২০২৩ অনুযায়ী ২১ বছর থেকে ৩২ বছরের মধ্যে।

 

৫) অফিসার স্কেল - III (সিনিয়র ম্যানেজার)

যোগ্যতা - ব্যাচেলর ডিগ্রী পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জুন, ২০২৩ অনুযায়ী ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

 

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

প্রিলিমিনারী ও মেন পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে। প্রযোজ্য ক্ষেত্রে ইন্টারভিউ নেওয়া হবে।

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা, হিন্দি এবং ইংরেজি ভাষাতে প্রশ্নপত্র করা হবে।

 

অনলাইনে প্রিলি পরীক্ষা হওয়ার সম্ভাব্য সময়সীমা আগস্ট, ২০২৩।

মেন পরীক্ষা হওয়ার সম্ভাব্য সময়সীমা সেপ্টেম্বর, ২০২৩।

ইন্টারভিউ নেওয়া হবে জানুয়ারি, ২০২৪।

 

লিখিত পরীক্ষার সিলেবাস, নম্বর, ধরণ প্রভৃতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন IBPS এর অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে IBPS এর অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in এর মাধ্যমে ২১ জুন, ২০২৩ এর মধ্যে।

 

ইন্টিমেশান চার্জ বাবদ আবেদন মূল্য ৮৫০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/ এক্স - সার্ভিসম্যান এর ক্ষেত্রে কেবল ১৭৫/- টাকা আবেদন মূল্য জমা করতে হবে। 

টাকা জমা করতে হবে অনলাইনে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন IBPS এর অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ