ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ সারা দেশের মোট ১১ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে মোট ৪০৪৫ জন ক্লার্ক নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করা হবে আই বি পি এস এর কমন রিটেন এক্সামের (IBPS CRP CLERKS-XIII) মাধ্যমে। 

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শূন্যপদ ২৪১ টি 

প্রিলিমিনারি পরীক্ষা হবে চলতি বছরের আগস্ট বা সেপ্টেম্বের মাসে, আর মেন পরীক্ষা হবে অক্টোবর মাসে।

কেবলমাত্র মেন পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে ফাইনাল মেধা তালিকা তৈরি হবে। কোনও ইন্টারভিউ নেই।

 

 

আই বি পি এস এর কমন রিটেন এক্সামে পাশ করলে চাকরির সুযোগ পাওয়া যাবে মোট ১১ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের যে কোনও একটিতে - Bank of Baroda, Canara Bank, Indian Overseas Bank, UCO Bank, Bank of India,  Central Bank of India,  Punjab National Bank, Union Bank of India, Bank of Maharashtra,  Indian Bank এবং Punjab & Sind Bank। 

 

যোগ্যতা

 

যে কোন ও শাখায় গ্র্যাজুয়েট এবং কম্পিউটার অপারেশানে সার্টিফিকেট / ডিপ্লোমা / ডিগ্রি অথবা স্কুল / কলেজে কম্পিউটার/ আই টি একটি বিষয় হিসেবে পড়ে থাকতে হবে। যে রাজ্যে চাকরি পেতে পছন্দ করবেন সেখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এ কথা বলা, পড়া এবং লেখায় দক্ষতা থাকা চাই। 

বয়স হতে হবে ১ জুলাই, ২০২৩ অনুযায়ী ২০ থেকে ২৮ বছরের মধ্যে। এস সি / এস টি ৫ বছর, ও বি সি ৩ বছর এবং প্রতিবন্ধীরা বয়সের ঊর্ধসীমায় ১০ বছর  ছাড় পাবেন।  

 

নির্বাচন পদ্ধতি

 

প্রার্থী বাছাই করা হবে আই বি পি এস এর কমন রিটেন এক্সামের (IBPS CRP CLERKS-XIII) মাধ্যমে। পরীক্ষা নেওয়া হবে দুটি ধাপে  - প্রিলিমিনারি এবং মেন।

প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলে মেন পরীক্ষায় বসার সুযোগ পাবেন।

অনলাইন অবজেক্টিভ টাইপ কম্পিউটার বেসড প্রিলি ও মেন পরীক্ষায় নেগেটিভ মার্কস রয়েছে।

প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। মেন পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে ফাইনাল মেধা তালিকা তৈরি করা হবে।

কোন ইন্টারভিউ নেওয়া হবে না। 

 

প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস

 

Sr.

No.

Name of Tests

Medium of

Exam

No. of

Questions

Maximum

Marks

Time allotted for

each test (Separately timed)

1

English Language

English

30

30

20 minutes

2

Numerical Ability

*

35

35

20 minutes

3

Reasoning Ability

*

35

35

20 minutes

 

Total

 

100

100

60 minutes

 

মেন পরীক্ষার সিলেবাস

 

Sr.

No.

Name of Tests (NOT BY SEQUENCE)

Medium of Exam

No. of Questions

Maximum Marks

Time allotted for each test (Separately

timed)

1

General/ Financial Awareness

*

50

50

35 minutes

2

General English

English

40

40

35 minutes

3

Reasoning Ability &

Computer Aptitude

*

50

60

45 minutes

4

Quantitative Aptitude

*

50

50

45 minutes

 

Total

 

190

200

160 minutes

 

 

গুরুত্বপূর্ণ তারিখ একনজরে

 

Activity

Tentative Dates

On-line registration including Edit/Modification of Application by candidates

01.07.2023 to 21.07.2023

Payment of Application Fees/Intimation Charges (Online)

01.07.2023 to 21.07.2023

Download of call letters for Pre- Exam Training

August 2023

Conduct of Pre-Exam Training

August 2023

Download of call letters for Online examination – Preliminary

August 2023

Online Examination – Preliminary

August / September 2023

Result of Online exam – Preliminary

September / October 2023

Download of Call letter for Online exam – Main

September/ October 2023

Online Examination – Main

October 2023

Provisional Allotment

April 2024

 

 

 

আবেদনের পদ্ধতি

 

আবেদন করতে হবে অনলাইনে ২১ জুলাই, ২০২৩ এর মধ্যে আই বি পি এস এর অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদনের ফি  ৮৫০ টাকা ( SC/ST/PWBD/EXSM দের ক্ষেত্রে ১৭৫ টাকা)। 

টাকা জমা করতে হবে অনলাইনে।

 অফিসিয়াল বিজ্ঞপ্তি CLICK HERE

 অনলাইন আবেদনের অফিসিয়াল লিঙ্ক CLICK HERE

এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন অফিসিয়াল ওয়েবসাইট https://www.ibps.in/ 

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ