ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ইন্টেলিজেন্স ব্যুরোতে এক্সিকিউটিভ পদে মোট ৪৯৮৭ জন কর্মী নিয়োগ করা হবে (IB Recruitment 2025)।

মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন।

আবেদন করতে হবে অনলাইনে ১৭ আগস্ট, ২০২৫ তারিখের মধ্যে।



উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল :-



পোস্টের নাম - সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট/এক্সিকিউটিভ

মোট শূন্যপদ - ৪৯৮৭টি

কলকাতার শূন্যপদ - ২৮০টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ আঞ্চলিক ভাষায় দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১৭ আগস্ট, ২০২৫ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতনক্রম - ২১,৭০০/- টাকা - ৬৯,১০০/- টাকা



নির্বাচন পদ্ধতি 



অনলাইন লিখিত পরীক্ষা, ইন্টারভিউ ও মেডিকেল এক্সামিনেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা, কল্যাণী, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল ও শিলিগুড়িতে পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা আছে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন NCS এর অফিসিয়াল ওয়েবসাইট www.ncs.gov.in  অথবা MHA এর অফিসিয়াল ওয়েবসাইট www.mha.gov.in



আবেদন পদ্ধতি



আবেদন করতে হবে অনলাইনে NCS এর অফিসিয়াল ওয়েবসাইট www.ncs.gov.in অথবা MHA এর অফিসিয়াল ওয়েবসাইট www.mha.gov.in এর মাধ্যমে ১৭ আগস্ট, ২০২৫ তারিখের মধ্যে।

রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জেস ৫৫০/- টাকা ও এক্সামিনেশন ফি বাবদ ১০০/- টাকা অর্থাৎ মোট ৬৫০/- টাকা জমা দিতে হবে। তবে এসসি/এসটি প্রভৃতি ক্যাটাগরি গুলির ক্ষেত্রে কেবল রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জেস বাবদ ৫৫০/- টাকা জমা দিতে হবে।

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং প্রভৃতির মাধ্যমে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NCS এর অফিসিয়াল ওয়েবসাইট www.ncs.gov.in অথবা MHA এর অফিসিয়াল ওয়েবসাইট www.mha.gov.in।


চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ