HPCL Recruitment: হিন্দুস্তান কপার লিমিটেডে শতাধিক নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : হিন্দুস্তান কপার লিমিটেডে (Hindustan Copper Limited Recruitment 2025) শতাধিক কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - HCL/KCC/HR/Rectt/24।
আবেদন করতে হবে অনলাইনে ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখের মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
যে যে বিভাগে ওয়ার্কমেন নিয়োগ করা হবে সেগুলি হল -
১) চার্জম্যান (ইলেকট্রিক্যাল)
শূন্যপদ - ২৪টি
যোগ্যতা - ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা বা মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম - ২৮,৭৪০/- টাকা - ৭২,১১০/- টাকা
২) ইলেকট্রিশিয়ান 'A'
শূন্যপদ - ৩৬টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছরের অভিজ্ঞতা অথবা মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম - ২৮,৪৩০/- টাকা - ৫৯,৭০০/- টাকা
আরও পড়ুনঃ দামোদর ভ্যালি কর্পোরেশনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
৩) ইলেকট্রিশিয়ান 'B'
শূন্যপদ - ৩৬টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা অথবা মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম - ২৮,২৮০/- টাকা - ৫৭,৬৪০/- টাকা
৪) ওয়েড 'B'
শূন্যপদ - ৭টি
যোগ্যতা - ডিপ্লোমা সহ ১ বছরের অভিজ্ঞতা অথবা গ্র্যাজুয়েট পাশ সহ ১ বছরের অভিজ্ঞতা অথবা অ্যাপ্রেন্টিসশিপ সহ ৩ বছরের অভিজ্ঞতা বা মাধ্যমিক পাশ সহ ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম - ২৮,২৮০/- টাকা - ৫৭,৬৪০/- টাকা
বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই ১ জানুয়ারি, ২০২৫ তারিখ অনুযায়ী বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
প্রবেশন পিরিয়ড - ৬ মাস
নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং ট্রেড টেস্ট ও রাইটিং এবিলিটি টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন HCL এর অফিসিয়াল ওয়েবসাইট www.hindustancopper.com।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে HCL এর অফিসিয়াল ওয়েবসাইট www.hindustancopper.com এর মাধ্যমে ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখের মধ্যে।
আবেদন মূল্য ৫০০/- টাকা। তবে নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে আবেদন মূল্য জমা করতে হবে না।
টাকা জমা করতে হবে অনলাইনে পেমেন্ট গেটওয়ে বা NEFT এর মাধ্যমে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন HCL এর অফিসিয়াল ওয়েবসাইট hindustancopper.com।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।