ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ  পৃথিবীটা আক্ষরিক অর্থেই ছোট হতে হতে আজ মুঠোফোন বন্দী। অ্যান্ড্রয়েড ফোন ও ইন্টারনেট পরিষেবার মাধ্যমে আমাদের জীবনযাপন ক্রমশ সহজ হয়ে উঠছে। যে কাজ করার জন্য আপনাকে এতদিন অনেক কাঠখড় পোড়াতে হত তার অনেককিছুই আজ বাড়ি বসেই করে ফেলা সম্ভব। সৌজন্যে এই অঘোষিত টেকনোলজিকাল বিপ্লব। নানা সুবিধার সাথে সাথেই আজ আমাদের হাতের মুঠোয় চলে এসেছে ব্যাঙ্কিং ব্যবস্থা। ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমে ব্যাঙ্কের লাইনে না দাঁড়িয়েই অনেক পরিষেবা আমরা পেয়ে যাচ্ছি। এতে সুবিধে হচ্ছে দুই পক্ষেই। ব্যাঙ্কগুলির উপর যেমন বিপুল চাপ  খানিকটা কমছে অন্যদিকে উপভোক্তাদের সময় ও শ্রম দুইই কম খরচ করতে হচ্ছে। এক ক্লিকেই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আরেক প্রান্তে টাকা পয়সার অনলাইন  লেনদেন করা সম্ভব। নিরাপত্তার দিক থেকেও এখনও অবধি গুরুতর কোনো অভিযোগ নেই এই ক্ষেত্রে।

অনলাইন ব্যাঙ্কিং এর ক্ষেত্রে ভারতবর্ষে বেশ কিছু অ্যাপ ব্যবহার করা হয়। পেটিএম, ফোন-পে প্রভৃতি অ্যাপ যথেষ্ট জনপ্রিয়তাও লাভ করেছে। আমাদের দেশে ভারত সরকারের একটি অ্যাপ 'ভিম' এর ইউপিআই অ্যাড্রেসের মাধ্যমেই দ্রুত ও নিরাপদ এই লেনদেন চলে। এইসব অ্যাপ ব্যবহারের বাড়তি সুবিধে হল,  লেনদেন পিছু রিওয়ার্ডস বা উপহার পাওয়া যায়। আপনি অন্য কাউকে টাকা পাঠাচ্ছেন কিন্তু তার বিনিময়ে আপনিও পেতে পারেন ক্যাশব্যাক। বিভিন্ন অ্যাপগুলির মধ্যে কে কত রিওয়ার্ডস বা উপহার দিতে পারে তা নিয়ে চলতে থাকে প্রতিযোগিতা। কিছুটা পরে প্রতিযোগিতায় এলেও গুগুল-পে এখন অন্যতম জনপ্রিয় লেনদেন অ্যাপ।

এইসব অ্যাপের জনপ্রিয়তা ক্রমশ বাড়লেও এখনও অনেক মানুষই এই বিষয়ে সড়গড় নন। কমবয়সীরাই মূলত এই সুবিধা নিয়ে থাকেন। কিন্তু আমরা যদি জেনে নিই কিভাবে এই অ্যাপ ব্যবহার করে টাকাপয়সার আদান-প্রদান করতে হয় তাহলে খুব সহজেই এই ব্যবস্থার সুবিধে নিতে পারবেন যে কোনো মানুষ।

 জেনে নিন কিভাবে গুগল পে'র মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে  টাকা পাঠাবেন  

প্রথমেই আপনাকে প্লে স্টোর থেকে গুগল পে অ্যাপটি ডাউনলোড করে তাতে নিজেকে রেজিস্টার করতে হবে এবং অ্যাপটির একটি পাসওয়ার্ড নির্বাচন করতে হবে, যা কেবল আপনিই জানবেন।

 
এরপর আপনাকে গুগল পে'র সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি লিংক করতে হবে। এইক্ষেত্রে দুটি উপায় আপনি অবলম্বন করতে পারেন। এক, গুগল পে থেকে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিংক করা। অথবা ভিম অ্যাপ (BHIM APP) ডাউনলোড করে তার মাধ্যমে অ্যাকাউন্ট লিংক করে আপনার নিজস্ব ইউপিআই কোড তৈরি করে নেওয়া। বিশেষজ্ঞরা এই দ্বিতীয় পথটিকেই সুবিধেজনক ও বেশি নিরাপদ বলে মনে করেন। এই ইউপিআই দিয়ে আপনি যে কোনো অনলাইন লেনদেন অ্যাপে কাজ চালাতে পারেন।


ইউপিআই কোড পেয়ে গেলে সেটিকে গুগলপে'তে রেজিস্ট্রার করে নিন। ইউপিআই এর ক্ষেত্রেও একটি বিশেষ পাসওয়ার্ড আপনাকে দেওয়া হবে যেটি কোনো মূল্যেই আপনি অন্য কারোর সাথে শেয়ার করবেন না। এই গোটা প্রক্রিয়াটা চলাকালীন আপনার রেজিস্টার্ড মোবাইল ফোনে ওটিপি আসবে।


এইবার আপনি টাকা লেনদেনের জন্য তৈরি। আপনার পাসওয়ার্ডের মাধ্যমে গুগল পে অ্যাপটি খুললেই নীচের দিকে নিউ পেমেন্ট অপশনটি আসবে। সেটিতে ক্লিক করলে আপনি পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার অপশনটি। সেটি ক্লিক করুন।


সেটিতে ক্লিক করলে আপনাকে দু-বার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি নির্ভুলভাবে লিখতে হবে যেটিতে আপনি টাকা পাঠাতে চান। তারপর লিখতে হবে IFSC নম্বর ও তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যার নামে তার পুরো নাম। তারপর কন্টিনিউ করতে হবে।
এরপর আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি কত টাকা পাঠাতে চান। সেই টাকার অঙ্কটি সংখ্যায় লিখবেন এবং সাথে কোনো বার্তা পাঠাতে চাইলে তাও জুড়ে দিতে পারেন। তারপর কনফার্ম করবেন।


এরপর আপনাকে দিতে হবে সেই ইউপিআই পিন বা পাসওয়ার্ডটি যেটি কেবল আপনিই জানেন। সেটি দেওয়ার পর কন্টিনিউ করলেই কিছুক্ষনের মধ্যেই আপনার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাবে সেই অ্যাকাউন্টে যেখানে আপনি টাকা পাঠাতে চান।
লেনদেন সফল হওয়ার নোটিফিকেশন চলে আসবে গুগলপে' তে এবং আপনার সংশ্লিষ্ট ব্যাঙ্ক আপনাকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার ব্যাঙ্ক থেকে টাকা ডেবিট হওয়ার কথা।  

ব্যাস, এটুকু করলেই মুহূর্তের মধ্যে বাড়িতে বসেই আপনি অনলাইনে নিরাপদে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা লেনদেন করতে পারবেন। যে কাজ এর আগে করতে হলে ঘন্টার পর ঘন্টা ভিড় সহ্য করে ব্যাঙ্কে দাঁড়িয়ে থাকতে হত। কোভিড পরবর্তী পৃথিবীতে তাই এই নয়া ব্যবস্থা আরও জনপ্রিয় হবে বলে ধারণা করা হচ্ছে। তাহলে আর দেরী কিসের। তাড়াতাড়ি ট্রাই করে ফেলুন এই নতুন ব্যবস্থা।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ