ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

সরকারি চাকরির সুযোগ বহুবছর ধরেই কমছে। কোভিড পরবর্তী পৃথিবীতে মন্দা চলছে সব ইন্ডাস্ট্রিতে। অনেকেরই ধারনা যে এই মন্দা দীর্ঘস্থায়ী হতে পারে ।  বেসরকারি ক্ষেত্রেও যে চাকরির সম্ভাবনা ধাক্কা খাবে তা বলাই বাহুল্য। তাই, বর্তমান পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে  ব্যবসার দিকেই ঝুঁকছেন মানুষ। নানা স্টার্টআপের কথা ভাবা হচ্ছে। ব্যবসা বিমুখ বলে পরিচিত বাঙালীও  স্টার্টআপ করার দিকে ঝোঁক বাড়ছে। প্রতিদিনই সারা পৃথিবীজুড়ে তৈরি হচ্ছে হাজার হাজার স্টার্টআপ কোম্পানি।  কিন্তু সময়ের তালে তাল মেলাতে না পেরে বা বলা যায় সঠিক প্ল্যানিং এর অভাবে অনেক স্টার্টআপ কোম্পানি ই কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে।  আপনি কি চাইছেন নতুন স্টার্টআপ কোম্পানি খোলার? তাহলে এই প্রতিবেদন টি আপনার জন্যই।

জানতে চান কোন ব্যবসা আপনাকে সফলতা দেবে ? তাহলে আপনার প্রথম ধাপ-ই হল ঠিকঠাক আইডিয়া

 

নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে সবথেকে কঠিন চ্যালেঞ্জই হল নিজের জন্য উপযোগী ব্যবসার আইডিয়াটিকে চিহ্নিত করা।  কোন ব্যবসায় আপনি সফল হবেন তা আপনি এই প্রতিবেদন পড়ার পর আপনার ভবিষ্যৎ স্টার্টআপ কোম্পানির ছবিটা পরিস্কার হয়ে যাবে।

 

মার্কেট বিশ্লেষণ 

 

ব্যবসার শুরুর প্রথম ধাপ হল প্রাথমিক আইডিয়াগুলোকে বাজারের চাহিদার নিরিখে যাচাই করা।  অর্থাৎ, মার্কেট বিশ্লেষণ।  এটি নতুন ব্যবসা সুরু করার ক্ষেত্রে  সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ। সাধারণত এমন ব্যবসাই বেছে নেওয়া লাভজনক হয়, যার চাহিদা বেশি কিন্তু বাজারে সেই তুলনায় যোগান কম। এরকম সব ব্যবসাই সফল হবে এমন নয় কিন্তু পরিসংখ্যান বলছে, বেশিরভাগ সফল স্টার্টআপের শুরুই হয় এখান থেকে।

একটা সহজ উদাহরন নেওয়া যাক। ধরুন আপনি রান্না খুব ভালো পারেন। আপনি চাইছেন রান্না করে হোম ডেলিভারি করবেন। যেই ভাবা সেই কাজ। সুরু করে দিলেন রান্না ব্যবসা। কিন্তু আপনার থেকে হোম ডেলিভারি নেওয়ার মত আপনার এলাকায় লোক নেই। তাহলে অচিরেই আপনার ব্যবসা গোটাতে হবে। তাই ব্যবসা শুরুর আগে দেখে নিতে হবে আপনি যে ব্যবসা যেখানে করতে চাইছেন সেখানে আপনার আদৌ কোনও কাস্টমার রয়েছে কিনা। অর্থাৎ, মার্কেট বিশ্লেষণ করুন।  হতে পারে আপনার প্রোডাক্ট গুন মানে সেরা। কিন্তু তার কদর দেওয়ার লোক ও তো থাকা দরকার। তাই আগেভাগেই দেখে নিন আপনার প্রোডাক্ট নেওয়ার মত আদৌ কোনও কাস্টমার রয়েছে কিনা। যদি সেখানে এর আগে থেকেই কেউ সেই ব্যবসা সফল ভাবে করছে তাতেও সমস্যা নেই, তবে এটা নিশ্চিত করতে হবে আপনার নিজের চিন্তাভাবনা সম্ভাব্য কাস্টমার দের সঙ্গে মিলছে কিনা। যদি মিলে যায় তাহলে এই মার্কেট বিশ্লেষণ ই একটা সময়ের পর আপনার ব্যবসাকে মোটা অঙ্কের লাভের মুখ দেখাবে।

 

চাহিদা ও যোগানের মেলবন্ধন 

 

এবার আসা যাক বাজারের চাহিদার কথা। এখানে দুটি জিনিস মাথায় রাখতে হবে- (১) চাহিদা আছে কিন্তু যোগান নেই (২) যোগান নেই তাই চাহিদাও নেই।

যদি  "চাহিদা আছে কিন্তু যোগান নেই"- এটা হয় তাহলে আপনি সেদি ব্যবসা করার কথা ভাবতেই পারেন। কিন্তু সেখানেও একটি শর্ত আছে। তা হল, আপনার নিজের সেই ব্যবসা সম্পর্কে ঠিকঠাক আইডিয়া আছে তো? যদি থাকে তাহলে তো কথাই নেই। আর যদি উত্তর না হয় তাহলে আগে দেখে নিন আপনি সেই ব্যবসা সম্পর্কে আপডেট হওয়ার মত আপনি সুযোগ পাচ্ছেন কিনা। যদি ব্যবসা সম্পর্কে বিস্তারিত জ্ঞান আপনি আহরণ করতে পারেন এবং তা ঠিকঠাক প্রয়োগ করতে পারবেন এই বিশ্বাস আপনার মধ্যে তৈরি হয়েছে তাহলে নিশ্চিন্তে লেগে পড়ুন ব্যবসা করতে।

আর যদি এটা হয় যে ব্যবসার কথা আপনি ভাবছেন তার অবস্থা- "যোগান নেই তাই চাহিদাও নেই"। তাহলে মার্কেট বিশ্লেষণ করে দেখে নিন আপনার পছন্দের ব্যবসার মার্কেট আপনি তৈরি করতে পারবেন কিনা। এটাও ঠিক যে, যখন আলিবাবা বা অ্যামাজন তৈরি হয় তখন ই কমার্স ব্যবসার কথা মানুষ জানতই না। তাদের নিজেদের কেই মার্কেট তৈরি করতে হয়েছে। আপনার প্রোডাক্ট যদি তেমন হয় জা মার্কেট তৈরি করতে পারবে তাহলে নিশ্চিন্তে নেমে পড়ুন ব্যবসায়।

আপনার প্রোডাক্ট মানুষের যে দরকার তার মার্কেট তৈরি করার দায়িত্ত কিন্তু আপনারই-  এটা মাথায় রাখতে হবে।

 

ব্যবসার ক্ষেত্র বাছাই

 

ব্যবসা শুরুর অন্যতম ধাপ হল কোন ব্যবসা আপনি করবেন সেটা কিভাবে বাছবেন।  আপনার জন্য কোন ব্যবসার ক্ষেত্র সবথেকে বেশি উপযুক্ত সেটিকে চিহ্নিত করতে হবে।এবার প্রস্ন হল আপনি নিজে কিভাবে ব্যবসার ক্ষেত্র বাছবেন। এক্ষেত্রে ২ টি জিনিস মাথায় রাখতে হবে- (১) আপনার আগ্রহ (২) আপনার দক্ষতা।

নতুন ব্যবসা পরিকল্পনা করার প্রথম ধাপ হবেআপনার নিজের কোন বিষয়ে আগ্রহ আছে তা চিহ্নিত  করা। এটা বেশ দুর্বোধ্য ব্যপার। নিজে ঠিক বুঝতে না পারলে আপনার পরিচিত কাউকে বলুন আপনার আগ্রহ চিহ্নিত  করতে। আপনাকে যে খুন কাছাকাছি দেখেছে তিনি বা যিনি ২৪ ঘণ্টা আপনার সঙ্গে রয়েছে তিনি আপনাকে এ বিষয়ে হেল্প করতে পারবেন।

আপনি নিজেও এভাবে বুঝে নিতে পারেন-- কোন জিনিস আপনি আগ্রহের সঙ্গে শোনেন বা টিভি , সোশ্যাল মিডিয়া তে দেখেন বা পেপারে পড়েন। অবসর সময়ে কি করতে ভালবাসেন। কোন কাজ করতে গিয়ে আপনি বোরিং ফিল করেন না ইত্যাদি।

 আপনি যে ক্ষেত্রটিতে ব্যবসা করবেন সেই বিষয়ে আপনার গভীর আগ্রহ থাকা যেমন দরকার তেমনই সেই বিষয়ে আপনার দক্ষতা আছে কিনা সেটাও দেখে নিতে হবে। যদি আগ্রহ থাকে, কিন্তু ঠিকঠাক দক্ষতা নেই তাহলে সেই বিষয়ে কিভাবে দক্ষতা বাড়ানো যায় তা আপনাকে নিজেকেই খোঁজ নিতে হবে। বন্ধু বান্ধব, সোশ্যাল মিডিয়া বা ইউ টিউব চ্যানেল এই ব্যপারে আপনাকে হেল্প করবে।  

 

উপরের এই ধাপগুলি ঠিকঠাক ফলো করলে  আপনি ঘরে বসেই জানতে পারবেন কোন ব্যবসা আপনার জন্য প্রযোজ্য। আর এই জানাবোঝার উপর নির্ভর করে স্টার্টআপ শুরু করতে পারলে আপনার ব্যর্থ হওয়ার সম্ভাবনা যে অনেকটাই কম তা বেশ জোরের সাথেই বলা যায়। 

 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ