ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - N-454/2023।

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ নেওয়া হবে ২২ নভেম্বর, ২০২৩ এর মধ্যে।

 

আরও পড়ুনঃ চাকরি খুঁজছেন? এই সংস্থা গুলিতে আবেদন করুন

উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দিয়ে দেওয়া হল :-

 

পোস্টের নাম - ফেলো/ স্টাইপেন্ডারি ক্লিনিক্যাল অ্যাসোসিয়েটস

শূন্যপদ - ২টি

যোগ্যতা - সংশ্লিষ্ট ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।

স্টাইপেন্ড - ৫০,০০০/- টাকা

৬ মাসের চুক্তি ভিত্তিক মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।

 

 

আবেদন পদ্ধতি

 

 

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ নেওয়া হবে ২২ নভেম্বর, ২০২৩ এর মধ্যে।

সময় - সকাল ১১টা

ঠিকানা - 1st Campus of Chittaranjan National Cancer Institute, 37, S.P Mukherjee Road, Kolkata - 700026

আবেদন মূল্য ২০০/- টাকা। টাকা জমা করতে হবে অফলাইনে ব্যাঙ্কের মাধ্যমে।

Bank - State Bank of India, Bhowanipore

Account No. 11126767907

IFSC Code - SBIN0000040

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন CNCI এর অফিসিয়াল ওয়েবসাইট 

 

এইরকম প্রতি সপ্তাহে একসঙ্গে আপডেট পাওয়ার পাশাপাশি প্রতিদিনের চাকরির খবর নখদর্পণে রাখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ