GSI Recruitment: জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : কলকাতার জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে (Geological Survey of India - GSI) কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 1/2024।
আবেদন করতে হবে অনলাইনে ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ এর মধ্যে।
আরও পড়ুনঃ এক নজরে মাসের সেরা সরকারি চাকরির খবর
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) ইয়ং প্রফেশনাল - ডেটা সায়েটিস্ট
শূন্যপদ - ৭টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট / পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী সহ ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
২) ইয়ং প্রফেশনাল - আই টি এক্সপার্ট - হার্ডওয়্যার ইনফ্রাস্ট্রাকচার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট / পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী সহ ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৩) ইয়ং প্রফেশনাল - আই টি এক্সপার্ট - প্রোগ্রামিং অ্যান্ড সলিউশন আর্কিটেক্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট / পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী সহ ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৪) ইয়ং প্রফেশনাল - আই টি এক্সপার্ট - টেকনোলজি এক্সপার্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট / পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী সহ ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৫) ইয়ং প্রফেশনাল - মিডিয়া কো - অর্ডিনেটর
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট / পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী সহ ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৬) ইয়ং প্রফেশনাল - লিগাল অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ৮টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট ডিগ্রী সহ ২ বছরের অভিজ্ঞতা অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী সহ ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - প্রতি ক্ষেত্রেই বয়স হতে হবে ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ৭০,০০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন GSI এর অফিসিয়াল ওয়েবসাইট www.gsi.gov.in।
১ বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে। পরবর্তীকালে কাজের মান ও প্রয়োজন অনুসারে আরও ২ বছর মেয়াদ বৃদ্ধি পেতে পারে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে GSI এর অফিসিয়াল ওয়েবসাইট www.gsi.gov.in এর মাধ্যমে ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ এর মধ্যে।
তবে আবেদন করার আগে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরও বিস্তারিত তথ্য জানতে দেখুন GSI এর অফিসিয়াল ওয়েবসাইট www.gsi.gov.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ