High Court Recruitment: হাইকোর্টে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : হাইকোর্টে স্টেনোগ্রাফার পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 01/2023।
ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২০ জুন, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
পোস্টের নাম - স্টেনোগ্রাফার
শূন্যপদ - ২৯টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ সহ শর্টহ্যান্ড ও টাইপ রাইটিং এ দক্ষতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে এক্সামিনেশন দিয়ে থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতনক্রম - ৩৮,১০০/- টাকা - ১,২০,৪০০/- টাকা
প্রবেশন পিরিয়ড - ৩ বছর
নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট highcourt.cg.gov.in।
ছত্তিশগড় বিলাসপুর এর হাইকোর্টে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২০ জুন, ২০২৩ এর মধ্যে।
আবেদন পত্র ডাউনলোড করতে হবে হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট highcourt.cg.gov.in থেকে। তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - 'The Registrar General, Highcourt Of Chattisgarh, Bodri, Bilaspur, Pin code - 495220'।
খামের উপর লিখতে হবে - ' APPLICATION FOR THE POST OF STENOGRAPHER '।
আবেদনের অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট highcourt.cg.gov.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ