ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক: হিন্দুস্তান কপার লিমিটেডে জুনিয়র ম্যানেজার পোস্টে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৩ সেপ্টেম্বর, ২০২৩ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) মাইনিং

শূন্যপদ - ৪৯টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা সহ ৫ বছরের অভিজ্ঞতা ও সার্টিফিকেট অথবা মাইনিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে গ্র্যাজুয়েট ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা এবং সার্টিফিকেট থাকতে হবে।

 

২) সার্ভে

শূন্যপদ - ২টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা সহ ৫ বছরের অভিজ্ঞতা ও সার্টিফিকেট অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং/মাইনিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে গ্র্যাজুয়েট ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা এবং সার্টিফিকেট থাকতে হবে।

 

৩) মেকানিকাল

শূন্যপদ - ২টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা সহ ৫ বছরের অভিজ্ঞতা অথবা সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী সহ ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

৪) ইলেকট্রিক্যাল

শূন্যপদ - ৮টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা সহ ৫ বছরের অভিজ্ঞতা অথবা সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী সহ ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

৫) কোম্পানি সেক্রেটারি

শূন্যপদ - ২টি

যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ফাইনাল এক্সাম পাশ হতে হবে।

 

৭) ফাইন্যান্স

শূন্যপদ - ১টি

যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ বা CA পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী/ডিপ্লোমা সহ ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

৮) এইচ আর

শূন্যপদ - ১টি

যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ  সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী/ডিপ্লোমা সহ ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

 

বয়স - বয়স হতে হবে ১ আগস্ট, ২০২৩ অনুযায়ী ২৩ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

বেতনক্রম - ৩০,০০০/- টাকা - ১,২০,০০০/- টাকা

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

ডকুমেন্ট ভেরিফিকেশন এবং লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন HCL এর অফিসিয়াল ওয়েবসাইট 

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৩ সেপ্টেম্বর, ২০২৩ এর মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে HCL এর অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে। প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ  আবেদন পত্র পূরণ করে তা খামে ভরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' General Manager (HR), Hindustan Copper Limited, Tamra Bhavan, 1, Ashutosh Chowdhury Avenue,  Kolkata - 700019 '।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন HCL এর অফিসিয়াল ওয়েবসাইট  hindustancopper.com

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ