HCL recruitment | হিন্দুস্তান কপার লিমিটেডে বিভিন্ন ট্রেডে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : হিন্দুস্তান কপার লিমিটেডে বিভিন্ন ট্রেডে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে অনলাইনে ৩১ জুলাই, ২০২৪ তারিখের মধ্যে।
যে যে ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল :-
১) ফিটার
শূন্যপদ - ৬টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ হতে হবে।
২) ইলেকট্রিশিয়ান
শূন্যপদ - ২
যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ হতে হবে।
৩) ওয়েল্ডার (গ্যাস ও ইলেকট্রিক)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - অষ্টম শ্রেণী পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ হতে হবে।
বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ১ জুন, ২০২৪ তারিখ অনুযায়ী ২১ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
স্টাইপেন্ড - নিয়ম বিধি অনুযায়ী প্রদান করা হবে।
ট্রেনিং পিরিয়ড - ১ বছর
ট্রেনিং দেওয়া হবে Apprentices Act 1961 অনুযায়ী।
নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন HCL এর অফিসিয়াল ওয়েবসাইট hindustancopper.com।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে HCL এর অফিসিয়াল ওয়েবসাইট hindustancopper.com এর মাধ্যমে ৩১ জুলাই, ২০২৪ তারিখের মধ্যে।
তবে আবেদন করার পূর্বে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন HCL এর অফিসিয়াল ওয়েবসাইট hindustancopper.com।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ