ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ হিন্দুস্তান কপার লিমিটেডে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - HCL/KCC/HR/Rectt./22/01।

আবেদন করতে হবে অনলাইনে ৩১ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে।

 

আরও পড়ুনঃ Government Jobs: বছরের শুরুতেই সেরা সরকারি চাকরির খবর

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) মাইনিং মেট

শূন্যপদ - ২১টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা অথবা গ্র্যাজুয়েট ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা অথবা মাধ্যমিক পাশ সহ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা অথবা মাধ্যমিক পাশ সহ

সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতনক্রম - ১৮,৪৮০/- টাকা - ৪৫,৪০০/- টাকা

 

২) ব্লাস্টার 

শূন্যপদ - ২২টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা অথবা গ্র্যাজুয়েট ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা অথবা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা অথবা মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতনক্রম - ১৮,১৮০/- টাকা - ৩৭,৩১০/- টাকা

 

৩) ওয়েড ' বি '

শূন্যপদ - ৯টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা অথবা গ্র্যাজুয়েট ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা অথবা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা অথবা মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতনক্রম - ১৮,১৮০/- টাকা - ৩৭,৩১০/- টাকা

 

৪) ওয়েড ' সি '

শূন্যপদ - ২টি

যোগ্যতা - ডিপ্লোমা অথবা গ্র্যাজুয়েট ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ মাসের অভিজ্ঞতা অথবা উচ্চ মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা অথবা  অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা অথবা মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতনক্রম - ১৮,০৮০/- টাকা - ৩৫,৯৬০/- টাকা

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ৪০ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

প্রবেশন পিরিয়ড - ৬ মাস

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

লিখিত পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে ফিজিক্যাল এবিলিটি টেস্ট/ট্রেড টেস্ট নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন HCL এর অফিসিয়াল ওয়েবসাইট www.hindustancopper.com

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে HCL এর অফিসিয়াল ওয়েবসাইট www.hindustancopper.com এর মাধ্যমে ৩১ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে।

প্রসেসিং ফি সহ আবেদন মূল্য ৫০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী প্রভৃতি অন্যান্য ক্যাটাগরি গুলির ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে পেমেন্ট গেটওয়ে বা NEFT এর মাধ্যমে।

একাধিক পোস্টের জন্য আবেদন করা যাবে। তবে আবেদনকারীকে প্রতিটি পোস্টের জন্য পৃথক পৃথক ভাবে আবেদন করতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন HCL এর অফিসিয়াল ওয়েবসাইট www.hindustancopper.com

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ