ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ হোমি ভাবা সেন্টার ফর সায়েন্স এডুকেশন এস্টাবলিশমেন্ট এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 02/2023।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী নির্ধারিত তারিখের মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) প্রোজেক্ট সাইন্টিফিক অফিসার - ই

শূন্যপদ - ২টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে পি এইচ ডি ডিগ্রী এবং ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৪০ বছরের মধ্যে।

স্টাইপেন্ড - ১,২২,৮০০/- টাকা

আবেদন করতে হবে অনলাইনের দেওয়া লিঙ্ক https://secure.hbcse.tifr.res.in/posts/এর মাধ্যমে ৫ মে, ২০২৩ এর মধ্যে।

 

২) প্রোজেক্ট সাইন্টিফিক অফিসার - ডি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে পি এইচ ডি ডিগ্রী এবং কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।

স্টাইপেন্ড - ১,০৬,৭০০/- টাকা

আবেদন করতে হবে অনলাইনের দেওয়া লিঙ্ক https://secure.hbcse.tifr.res.in/posts/এর মাধ্যমে ৫ মে, ২০২৩ এর মধ্যে। 

 

৩) প্রোজেক্ট সাইন্টিফিক অফিসার - বি

শূন্যপদ - ১টি

যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী এবং ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২৮ বছরের মধ্যে।

স্টাইপেন্ড - ৫৫,৬০০/- টাকা

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ। ইন্টারভিউ নেওয়া হবে ২ মে, ২০২৩ তারিখ।

 

৪) প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ - ২টি

যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর সহ গ্র্যাজুয়েট ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২৮ বছরের মধ্যে।

স্টাইপেন্ড - ৩৫,৯০০/- টাকা

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ। শাখা অনুযায়ী ইন্টারভিউ নেওয়া হবে ৯ মে ও ১০ মে, ২০২৩ তারিখ।

 

৫) টেকনিক্যাল ট্রেনি (সিভিল)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২৮ বছরের মধ্যে।

স্টাইপেন্ড - ২৩,০০০/- টাকা

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ। শাখা অনুযায়ী ইন্টারভিউ নেওয়া হবে ১৬ মে, ২০২৩ তারিখ।

 

৬) লাইব্রেরী ট্রেনি

শূন্যপদ - ১টি

যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ এবং সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২৮ বছরের মধ্যে।

স্টাইপেন্ড - ২২,০০০/- টাকা

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ। শাখা অনুযায়ী ইন্টারভিউ নেওয়া হবে ১ মে, ২০২৩ তারিখ।

 

৭) ট্রেডসম্যান ট্রেনি (ইলেকট্রিক্যাল)

শূন্যপদ - ১টি

যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ হতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২৮ বছরের মধ্যে।

স্টাইপেন্ড - ১৮,৫০০/- টাকা

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ। শাখা অনুযায়ী ইন্টারভিউ নেওয়া হবে ৩ মে, ২০২৩ তারিখ।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

প্রতিটি পোস্টের ক্ষেত্রেই ১ বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে। কাজের মানের উপর ভিত্তি করে পরবর্তীকালে মেয়াদ বৃদ্ধি পেতে পারে।

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইট https://secure.hbcse.tifr.res.in/posts/

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ