ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ হাই কোর্টে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - RC/B/1320/2022।

আবেদন করতে হবে অনলাইনে ৩১ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

পোস্ট - লিগাল অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ - ২৮টি

যোগ্যতা - ল বিষয়ে ডিগ্রী এবং কম্পিউটারে জ্ঞান ও আঞ্চলিক ভাষাতে দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩১ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।

পারিশ্রমিক - ২০,০০০/- টাকা 

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন হাই কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট https://hc-ojas.gujarat.gov.in

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download now

 

১১ মাসের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে। পরবর্তীকালে মেয়াদ বৃদ্ধি পেতে পারে ৩ বছর পর্যন্ত।
গুজরাটের হাইকোর্টে এই নিয়োগ করা হবে।

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট https://hc-ojas.gujarat.gov.in এর মাধ্যমে ৩১ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।

আবেদন মূল্য ৫০০/- টাকা। টাকা জমা করতে হবে অনলাইনে অথবা অফলাইনে ব্যাঙ্কের চালানের মাধ্যমে।

উল্লেখিত পোস্টের জন্য একাধিকবার আবেদন করতে পারবেন না। কেবল একবারই আবেদন করতে পারবেন।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন হাই কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট https://hc-ojas.gujarat.gov.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ