ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক: কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন করতে হবে অনলাইনে ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখের মধ্যে।

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

যে যে ট্রেডে জার্নিম্যান পদে নিয়োগ করা হবে সেগুলি হল - 

 

১) স্ট্রাকচারাল ফিটার

শূন্যপদ - ৫টি

 

২) ফিটার

শূন্যপদ - ৪টি

 

৩) ওয়েল্ডার

শূন্যপদ - ৫টি 

 

৪) ক্রেন অপারেটর

শূন্যপদ - ৫টি

 

৫) মেশিন অপারেটর

শূন্যপদ - ৪টি

 

৬) মেসিনিস্ট

শূন্যপদ - ৪টি

 

৭) পাইপ ফিটার

শূন্যপদ - ৭টি

 

৮) রিগার

শূন্যপদ - ৫টি

 

৯) ড্রাইভার মেটেরিয়াল হ্যান্ডলিং

শূন্যপদ - ২টি

 

১০) ইলেকট্রনিক মেকানিক

শূন্যপদ - ২টি

 

১১) ডিজেল মেকানিক

শূন্যপদ - ৭টি

 

আরও পড়ুনঃ সবার জন্য কাজের সুযোগ

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ হতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৪ অনুযায়ী ২৬ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

স্টাইপেন্ড - প্রথম বছর ২৪,০০০/- টাকা এবং দ্বিতীয় বছর ২৬,০০০/- টাকা।

ট্রেনিং - ২ বছর

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

লিখিত পরীক্ষা, ট্রেড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন GRSE এর অফিসিয়াল ওয়েবসাইট www.grse.in

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে GRSE এর অফিসিয়াল ওয়েবসাইট www.grse.in বা jobapply.in/grse2024 এর মাধ্যমে ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখের মধ্যে।

আবেদন পত্রের প্রিন্ট কপি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে ডাকের মাধ্যমে ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ এর মধ্যে পাঠাতে হবে এই ঠিকানায় - Post Box No. 3076, Lodhi Road, New Delhi - 110003।

খামের উপর এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর ও কোন পোস্টের জন্য আবেদন করা হয়েছে সেটি উল্লেখ করতে হবে।

আবেদন মূল্য ৪৭২/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন GRSE এর অফিসিয়াল ওয়েবসাইট www.grse.in বা jobapply.in/grse2024

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ