ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক: রাজ্যের মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মী নিয়োগ করা হবে। 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২২ নভেম্বর, ২০২৩ তারিখ এর মধ্যে।

 

আর পড়ুনঃ বেসরকারি সংস্থায় কর্মী নিয়োগ

 

উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দিয়ে দেওয়া হল :-

পোস্টের নাম - হাউসস্টাফশিপ

শূন্যপদ - ১৬টি

যোগ্যতা - বিভিন্ন শাখাতে নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট শাখায় এমবিবিএস ডিগ্রী থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জুন, ২০২৩ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।

৬ মাসের চুক্তি ভিত্তিক মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।

ঝাড়গ্রামে নিয়োগ করা হবে।

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২২ নভেম্বর, ২০২৩ তারিখ এর মধ্যে।

আবেদন পত্র ডাউনলোড করতে হবে স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.gov.in থেকে।

তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ আবেদন পত্র খামে ভরে জমা করতে হবে এই ঠিকানায় - " The Office of The Principal, Jhargram Govt. Medical College & Hospital, Vidyasagarpally, P.O & District - Jhargram, Pin - 721507 " 

খামের উপর লিখতে হবে - " Application for Stipendary House Staff ship for Jhargram Govt. College & Hospital "

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট wbhealth.gov.in অথবা igmch.ac.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ