Govt School: সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : রাজ্যের সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে।
সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিযুক্ত করা হবে।
উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল :-
পোস্টের নাম - গেস্ট টিচার (ইতিহাস)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - ইতিহাস বিষয়ে বি. এড সহ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১৯ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ অনুযায়ী ৬৪ বছরের মধ্যে।
নদীয়া জেলার নকশীপাড়ার সরকারি মডেল স্কুলে এই নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিযুক্ত করা হবে। ইন্টারভিউ নেওয়া হবে ১৯ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ।
সময় - সকাল ১১টা
স্থান - Office Chamber of the Additional District Magistrate (L & LR), Nadia
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন নদীয়া জেলার অফিসিয়াল ওয়েবসাইট https://nadia.gov.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।