ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনস্থ মিউনিসিপ্যালিটি হাসপাতালে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) মেডিক্যাল অফিসার জেনারেল ডিউটি

শূন্যপদ - ৬টি

যোগ্যতা - এম বি বি এস ডিগ্রী থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে।

পারিশ্রমিক - ৬০,০০০/- টাকা

 

২) কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (আর্বান)

শূন্যপদ - ৫টি

যোগ্যতা - ANM/GNM কোর্স পাশ সহ কাউন্সিল দ্বারা রেজিস্টার্ড হতে হবে। পাশাপাশি বাংলা ভাষাতে কথা বলা, লেখা ও পড়ার দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

পারিশ্রমিক - ১৩,০০০/- টাকা

 

৩)  স্টাফ নার্স

শূন্যপদ - ৫টি

যোগ্যতা - GNM ট্রেনিং কোর্স পাশ এবং কাউন্সিল দ্বারা রেজিস্টার্ড হতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

পারিশ্রমিক - ২৫,০০০/- টাকা

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

আবেদন পত্রে দেওয়া তথ্য এবং ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

১ বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে। তবে কাজের মানের উপর ভিত্তি করে পরবর্তীকালে মেয়াদ বৃদ্ধি পেতে পারে।

বীরভূম জেলায় নিয়োগ করা হবে।

 

 

আবেদন পদ্ধতি 

 

 

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ নেওয়া হবে ২৩ মার্চ, ২০২৩ এর মধ্যে।

ঠিকানা - CMOH Office Suri, New Administrative Building, Birbhum, Old Outdoor Campus, Birbhum - 731101

সময় - সকাল ১১টা

রিপোর্টিং সময় - সকাল ১০টা থেকে ১১:৩০টা পর্যন্ত

আবেদন পত্র ডাউনলোড করতে হবে স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট birbhum.gov.in/notice_category/recruitment/  বা www.wbhealth.gov.in/pages/career থেকে। তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ ইন্টারভিউ এর সময় নিয়ে যেতে হবে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আবেদন মূল্য ১০০/- টাকা। তবে এসসি/এসটি/ওবিসি/প্রতিবন্ধীর ক্ষেত্রে আবেদন মূল্য হিসেবে কেবল ৫০/- টাকা জমা করতে হবে।

টাকা জমা করতে হবে অনলাইনে Google Pay/Phone Pay/NEFT অথবা অফলাইনে ব্যাঙ্কের মাধ্যমে টাকা জমা করতে হবে।

Bank - PNB Suri
A/c - DH&FWS (Rogi Kalyan Samity)
A/c No. 0214010208990
IFSC Code - PUNB0021420

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট birbhum.gov.in/notice_category/recruitment/  বা www.wbhealth.gov.in/pages/career .

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ