ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ নার্সিং এর বিভিন্ন কোর্সের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় GNM Nursing কোর্স। চাকরির সুযোগ আর বেতন কাঠামোয় সমতুল যোগ্যতার আর পাঁচটা কোর্সকে নিঃসন্দেহে পাঁচ গোল দেবে নার্সিং এর জি এন এম কোর্স।

মেয়েদের পাশাপাশি ছেলেরাও এখন জি এন এম কোর্স এ ভর্তির সুযোগ পাচ্ছে। তবে সবকটি কলেজে এই সুযোগ নেই। কোন কলেজে এই সুযোগ রয়েছে, তাদের কোর্স ফিই বা কত ? কোন কলেজ ভালো বুঝবেন ই বা কীভাবে ? কোথায় কোন কলেজ রয়েছে ?  কোন কলেজের সিট সংখ্যাই বা কেমন ?  ----- এমন হাজারো প্রশ্নের সঠিক উত্তর রইল আজকের প্রতিবেদনে। তাই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

 

আরও পড়ুনঃ এই সকল বিষয় জেনে তবেই নার্সিং কলেজে ভর্তি হন 

 

 

GNM Nursing কোর্সে ভর্তির পদ্ধতি

 

 

রাজ্যের কলেজগুলিতে GNM Nursing কোর্স এ ভর্তি হতে হলে WBJEEB র আয়োজিত ANM(R) & GNM জয়েন্টের পরীক্ষা দিতে হয়। 

প্রতি বছর জানুয়ারি মাসে WBJEEB র ANM(R) & GNM জয়েন্টের ফর্ম ফিল আপ শুরু হয়। পরীক্ষা হয় সাধারণত জুলাই আগস্ট মাস নাগাদ। উচ্চ মাধ্যমিকে যদি ৪০% নম্বর থাকে তাহলে এই পরীক্ষা দেওয়া যায়। তবে শর্তসাপেক্ষে চলতি বছরে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারাও এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়। সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক এর রেজাল্ট বেরোলে ন্যূনতম যোগ্যতার নম্বর পেয়েছে কিনা তার সাপেক্ষে প্রমাণ দাখিল করতে হয়।

নার্সিং এর জয়েন্টের র‍্যাঙ্ক অনুযায়ী কাউন্সেলিং আর তারপর যোগ্যতা ও পছন্দ সাপেক্ষে কলেজে ভর্তির সুযোগ মেলে।

 

 

কলেজে ভর্তির আগে ফ্রি তে করে নিন স্পেশাল কাউন্সেলিং

 

 

আপনার সন্তানের জন্য কোন কলেজ ভালো হবে বা এই কোর্সটি ওর জন্য উপযুক্ত হবে কিনা জানতে দরকার হয় কাউন্সেলিং এর। কারণ ভর্তির আগে জানা দরকার যে নার্সিং পড়বে তার জন্য আদৌ এই কোর্স উপযুক্ত তো ? কোন কলেজে ভর্তি হলে সব দিক থেকেই সুবিধে – এই সমস্ত তথ্য কাউন্সেলিং এর মাধ্যমেই জানা যায়।   কিন্তু মুশকিল হল নার্সিং কোর্সের কাউন্সেলিং কোথাও তেমন একটা হয় না।

আর তাই অনেক অভিভাবক এবং ছাত্র ছাত্রীদের সঠিক দিশা দেখাতে স্কিল বেঙ্গল এর পক্ষ থেকে শুরু করা হয়েছে নার্সিং কোর্সের স্পেশাল কাউন্সেলিং। না এর জন্য কোনও টাকা পয়সা লাগবে না। সম্পূর্ণ ফ্রি তে এই কাউন্সেলিং করা যাবে। অনলাইন বা অফলাইনে ফ্রি তে এই সুযোগ নিতে হলে আগে থেকে বুকিং করতে হবে এই নম্বরে- 8981410223

 

 

GNM Nursing এর কোর্স ফি

 

 

কলেজ অনুযায়ী ৪ থেকে ৬ লক্ষ টাকা খরচ হয় ৩ বছরের জি এন এম কোর্সে। থাকা খাওয়ার খরচ আলাদা।

কোর্স ফি তো জানলেন। এবার জেনে নেওয়া যাক রাজ্যে কতগুলি কলেজ রয়েছে, কোন কলেজে কেমন কি সিট সংখ্যা আর ছেলেদের জন্যই বা  কোন কোন কলেজ রয়েছে।

তালিকার আকারে ১২৩ টি কলেজের তথ্য এখানে দেওয়া হল।

 

পশ্চিমবঙ্গের GNM Nursing কলেজের তালিকা ও সিট সংখ্যা

 

নার্সিং কলেজ তার কোর্স আদৌ স্বীকৃত তো ? বুঝবেন কি করে ?

 

 

জি এন এম কোর্স টি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এর স্বীকৃত হতেই হবে। অন্যথায় পরবর্তীকালে চাকরি পেতে সমস্যা হবে। তাই কলেজে ভর্তির আগে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাচাই করে নিন।

তবে পশ্চিমবঙ্গ ছাড়া রাজ্যের বাইরের কোনও নার্সিং কলেজে ভর্তি হতে হলে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এর স্বীকৃতি ছাড়াও সংশ্লিষ্ট রাজ্যের নার্সিং কাউন্সিলের স্বীকৃত হওয়া চাই। চলুন একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক ।

ধরুন আপনি ভাবলেন ব্যাঙ্গালোরের কোনও নার্সিং কলেজে পড়াবেন। তাহলে ব্যাঙ্গালোর যেহেতু কর্ণাটক রাজ্যের মধ্যে তাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এর স্বীকৃতি সহ কর্ণাটক নার্সিং কাউন্সিল এর স্বীকৃতি আছে কিনা তা যাচাই করে নিতে হবে আপনাকে।

 

এবার আপনি ভাবছেন এত সব তথ্য যাচাই করব কিভাবে ? আপনার সুবিধার জন্য সরকারি ওয়েবসাইট এর লিঙ্ক নীচে দেওয়া হল –

১) ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এর অফিসিয়াল ওয়েবসাইট - https://wbnc.in/

২) ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এর অফিসিয়াল ওয়েবসাইট - https://www.indiannursingcouncil.org/

৩) কর্ণাটক নার্সিং কাউন্সিল এর অফিসিয়াল ওয়েবসাইট – http://www.ksnc.karnataka.gov.in/

 

আপনি প্রথমে নিজে যাচাই করে নিন। যদি প্রয়োজন হয় গাইডেন্সের তাহলে ফোন করে যে কোনও একদিন আমাদের অফিসে আসতে পারেন। না চিন্তার কোনও কারণ নেই, ছাত্র ছাত্রীদের জন্য আমরা ফ্রি তেই এই সার্ভিস দিয়ে থাকি। যোগাযোগ করতে পারেন এই নম্বরে - 8981410223

 

কলেজে তো পড়লেন। এবার জেনে নিন কেমন কি কাজের সুযোগ।

 

 

কাজের কেমন কি সুযোগ

 

 

৩ বছরের কোর্স শেষে ইন্টার্নশিপ আর তারপর যোগ্যতা সাপেক্ষে সরকারি হাসপাতাল বা প্রাইভেট হাসপাতাল বা নার্সিং হোমে চাকরি। শুরুতে মাইনে ১০ থেকে ১৫ হাজার টাকা দিয়ে শুরু হলেও কয়েক বছরের মধ্যেই বেতন কয়েক গুণ বেড়ে যায়। আর যদি সরকারি সুযোগ মেলে তাহলে শুরুতেই ৩৫ হাজারের আশেপাশে বেতন হয়।

জি এন এম এর পর পোস্ট বেসিক বি এস সি বা এম এস সি করলে শিক্ষকতার সুযোগও মিলতে পারে। তখন বেতন কাঠামো আরও বেশি।

 

 

একটা ভালো লাগা কাজ করে নার্স দের মধ্যে

 

 

নার্সিং পেশা যেহেতু জরুরি পরিষেবার মধ্যে পড়ে তাই এই পেশায় নাইট ডিউটি যেমন করতে হয় তেমনি চাকরির নিশ্চয়তা আর পাঁচটা পেশার থেকে অনেক বেশি। কোভিড পিরিয়ডে যখন অনেকেরই চাকরি নেই, তখন নার্সিং পেশায় কিন্তু ভাটা পড়েনি, উলটে আরও চাহিদা বেড়েছে।

ডিউটির মধ্যে কাটা ছেঁড়া, রক্ত, এমারজেন্সি অবস্থা, মৃত্যু – এই সমস্ত বিষয় নিয়ে কাজ করতে হয়। তাই অনেকেরই  শুরুতে মানসিক ভাবে একটু বিব্রত বোধ বা ভয় কাজ করে।  যদিও কোর্স চলাকালীন ডিউটি করতে করতে অভ্যাস হয়ে যায়। তখন আর সমস্যা হয় না। মনে রাখতে হবে মানুষের কঠিন অবস্থায় সেবা করাই নার্সিং পেশার অন্যতম পরিষেবা। তাই এই পেশার মহান দিকটি আমাদের ভুললে চলবে না। মুমূর্ষু রুগীর সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার মধ্যে আলাদাই একটা অনুভূতি কাজ করে।  দিনের শেষে কোথাও একটা ভালো লাগা কাজ করে নার্স দের মধ্যে।

জি এন এম নার্সিং কোর্স এর সম্পূর্ণ তথ্য এই প্রতিবেদনে জানলেন। এর পরের প্রতিবেদনে আমরা বি এস সি নার্সিং কোর্স নিয়ে বিস্তারিত তথ্য জানাবো।

 

সঠিক তথ্য ও পরের প্রতিবেদন পড়তে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল 

 

নার্সিং কোর্সে ভর্তির জন্য গাইডেন্স এর প্রয়োজন হলে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন Skill Bengal এর এই নম্বরে  8981410223

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ