একাধিক সংস্থায় চাকরির সুযোগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ এই মন্দার বাজারে প্রতিদিন ই প্রচুর ছেলেমেয়ে চাকরির খোঁজ করেন। চাকরি আছে। কিন্তু ঠিকঠাক খোঁজখবর না থাকায় অনেকেই যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পান না।
আরও পড়ুন - মাধ্যমিক পাশ হলেই আয়কর দপ্তরে চাকরির সুযোগ
এই সমস্যার সমাধানে প্রতিদিন একাধিক কোম্পানিতে চাকরির খবর দেওয়া হয় স্কিল বেঙ্গল এ। অনেকেই এই প্রতিবেদন পড়ে সংশ্লিষ্ট কোম্পানিতে আবেদন করেছেন এবং যোগ্যতা সাপেক্ষে চাকরি পেয়েছেন।
আরও পড়ুন - সরকারি দপ্তরে কয়েক হাজার শূন্যপদ
তাই সবার আগে চাকরির খবরের আপডেট পেতে নিয়মিত ফলো করুন স্কিল বেঙ্গল এর - ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট।
আরও পড়ুন - কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউটে কর্মী নিয়োগ
নীচের ৫ টি কোম্পানিতে বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা অনুযায়ী আজই আবেদন করুন।
১) সংস্থার নাম - HLW CAB
পোস্টের নাম - মার্কেটিং ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ, কর্পোরেট রিলেশনশিপ ম্যানেজার ফিমেল
মার্কেটিং ম্যানেজার পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ পোস্টের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।
কর্পোরেট রিলেশনশিপ ম্যানেজার পোস্টের ক্ষেত্রে কেবলমাত্র গ্র্যাজুয়েট বা এমবিএ পাশ মহিলাদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে - hr@hlwcabs.com।
আরও পড়ুন - ট্রেনিং এর সময় মাসিক ৫৫ হাজার টাকা স্টাইপেন্ড, আজই আবেদন করুন
২) সংস্থার নাম - CBNITS
পোস্টের নাম - সফটওয়্যার ইঞ্জিনিয়ার
সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে - hiring@cbnits.com।
এবার বাড়িতে বসেই শিখে নেওয়া যাবে সংবাদ রচনার কারিকুরি
৩) সংস্থার নাম - Moople
পোস্টের নাম - ফ্যাকাল্টি মেম্বার
অ্যানিমেশন, গ্রাফিক ও ওয়েব ডিজাইন, VFX সম্পর্কিত কাজ সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে career@moople.in।
সিনেমায় আগ্রহী, এই কোর্সটি তাহলে আপনার জন্যই
৪) সংস্থার নাম - Indiacharts
পোস্টের নাম - কনটেন্ট রাইটার
সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি স্টক মার্কেট সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
৫) সংস্থার নাম - Malabar Gold & Diamonds
পোস্টের নাম - সিনিয়র মার্চেন্ডাইজার, হ্যান্ড স্কেচ ডিজাইনার, ক্যাড ডিজাইনার, প্রোডাকশন সুপারভাইজার, জুনিয়র কিউ.সি/সিনিয়র কিউ.সি, স্বর্ণকার, প্রোডাকশন ম্যানেজার, ডেটা এন্ট্রি এক্সিকিউটিভ
ডেটা এন্ট্রি এক্সিকিউটিভ পোস্টের ক্ষেত্রে ফ্রেশার্সরাও আবেদনের যোগ্য।
এছাড়া বাকি সকল পোস্টের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলেই আবেদন করতে পারবেন।
উল্লেখিত পোস্টগুলোতে অঙ্কুরহাটি ও ডোমজুড়ের শোরুমে নিয়োগ করা হবে।
সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। ইন্টারভিউ নেওয়া হবে ২৩ ও ২৪ এপ্রিল, ২০২২ সকাল ৯:৩০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
ঠিকানা - কেনিলওয়ার্থ হোটেল, লিটল রাসেল স্ট্রিট, কলকাতা - ৭০০০৭১।
তবে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটে - www.malabargroup.com/careers/