এবার চাকরি পাবেন আপনিও
স্কিল বেঙ্গল ডেস্কঃ আপনি কি চাকরি খুঁজছেন ? কিন্তু কবে কোন কোম্পানিতে কর্মী নিয়োগ হবে তার সঠিক কোনও দিশা খুঁজে পাচ্ছেন না? এমনটা যদি হয় তাহলে এবার থেকে নজরে রাখুন স্কিল বেঙ্গল এর রোজকার চাকরির খবরে।
সবার আগে চাকরির খবরের আপডেট পেতে নিয়মিত ফলো করুন স্কিল বেঙ্গল এর - ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট ।
আজ দেওয়া হল ৫ টি বেসরকারি সংস্থায় চাকরির খবর। চাকরি পেতে আপনিও এখনই আবেদন করুন।
১) সংস্থার নাম - The Golden Rise
পোস্টের নাম - বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ
১৮ বছর বয়সের ঊর্ধ্বে ছেলেমেয়েদের ভালো কমিউনিকেশন স্কিলস এবং সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
আরও পড়ুনঃ SAI অন্তর্গত কলেজে কর্মী নিয়োগ
২) সংস্থার নাম - Tianjin Tianshi India Pvt Ltd
পোস্টের নাম - বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ
গ্র্যাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী পাশ ছেলেমেয়েদের ভালো কমিউনিকেশন স্কিলস ও সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলেই আবেদনের যোগ্য।
আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে suresh@tiensindia-shopping.com বা
হোয়াটসঅ্যাপ করতে হবে এই নম্বরে 9962793794।
আরও পড়ুনঃ জিএসটি হারে পরিবর্তন। কোন কোন জিনিসের দাম বাড়ল?
৩) সংস্থার নাম - Growth Mentors
পোস্টের নাম - সেলস এক্সিকিউটিভ
গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ - ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে nehachatrath02@gmail.com।
আরও পড়ুনঃ নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি
৪) সংস্থার নাম - Paapri Cloud Technologies
পোস্টের নাম - সেলস এক্সিকিউটিভ
সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ - ৫ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকতে হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
আরও পড়ুনঃ এবার ট্রেনে চেপেই যেতে পারবেন চাঁদ বা মঙ্গল গ্রহে
৫) সংস্থার নাম - Saivvy Infotech
পোস্টের নাম - টেলি মার্কেটার
গ্র্যাজুয়েট ডিগ্রী পাশ কেবল মহিলাদের ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।
আবেদনের লিঙ্ক Apply Now