রাইফেলস রেজিমেন্টাল সেন্টারে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ দ্য গারওয়াল রাইফেলস রেজিমেন্টাল সেন্টারে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৬ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) স্টেনোগ্রাফার গ্রেড - II
শূন্যপদ - ১টি
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ এবং কম্পিউটারে ডিকটেশন ও ট্রান্সক্রিপশনে দক্ষতা থাকতে হবে।
বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৮১,১০০/- টাকা
২) কুক
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে।
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা
৩) বার্বার
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে।
বেতনক্রম - ১৮,০০০/- টাকা - ৫৬,৯০০/- টাকা
বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ১৬ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
উত্তরাখণ্ড অঞ্চলে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৬ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।
আবেদন পত্র সংগ্রহ করতে হবে এমপ্লয়মেন্ট নিউজের বিজ্ঞপ্তি থেকে।
তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' Commandant (Appointing Authority), The Garhwal Rifles Regimental Centre, Lansdowne, Dist - Pauri Garhwal, Uttarakhand, Pin - 246155 '
খামের উপর অবশ্যই যে পোস্টের জন্য আবেদন করা হয়েছে সেটির নাম লিখতে হবে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন এমপ্লয়মেন্ট নিউজের বিজ্ঞপ্তি।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।