ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ এই বাজারে চাকরির সুযোগ কে আর হাতছাড়া করতে চায় ! তাও আবার  একসঙ্গে ৫ টি সংস্থাতে বিভিন্ন পোস্টে চাকরির খবর।

প্রতিদিন বিভিন্ন কোম্পানিতে চাকরির খবর থাকছে একটি একটি মাত্র প্রতিবেদনে। ক্লাস এইট হোক বা গ্র্যাজুয়েট -  এই সুযোগ সবার জন্যই। যোগ্যতা অনুযায়ী আবেদনের সুযোগ পাবেন সকলে।

 

১) সংস্থার নাম -  3M

পোস্টের নাম - এরিয়া সেলস এক্সিকিউটিভ 

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

২)  সংস্থার নাম - Onaya Fashions Pvt Ltd 

পোস্টের নাম - রিসেপশনিস্ট

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞ ও অনভিজ্ঞ উভয়েই আবেদন করতে পারবেন।

কেবল মাত্র মহিলারা আবেদনের যোগ্য।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

৩) সংস্থার নাম -  Maheshwari & Associates 

পোস্টের নাম - ফ্রন্ট অফিস রিসেপশনিস্ট

সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে admin@architectm.com

 

৪) সংস্থার নাম -  Manifest Hospitality 

পোস্টের নাম -  বেকারি শেফ

সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

৫)  সংস্থার নাম - Indian Political Action Committee 

পোস্টের নাম - কনটেন্ট রাইটার, গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটর, 

ব্যাচেলর ডিগ্রী পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের লিঙ্ক Apply Now 

 

সরকারি ও বেসরকারি চাকরির সঠিক আপডেট সবার আগে পাবেন আমাদের ফেসবুক পেজ এ। পাশাপাশি নিয়মিত সার্চ করুন আমাদের ওয়েবসাইট। 

 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ