Urgent Jobs: ৫ টি সংস্থায় কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ বর্তমানে অনেক চাকরির সুযোগ রয়েছে। কিন্তু যেটা নেই সেটা হল, সঠিক সময়ে চাকরির সন্ধান পাওয়া। এই সমস্যার সমাধানে স্কিল বেঙ্গলে প্রতিনিয়ত বেসরকারি চাকরির খবর তালিকার আকারে প্রকাশিত হচ্ছে।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।
১) সংস্থার নাম - Extramarks Education India Pvt Ltd
পোস্টের নাম - বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ
সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
আরও পড়ুনঃ AAI Recruitment: এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে ৫৯৬ জন এক্সিকিউটিভ নিয়োগ
২) সংস্থার নাম - Ingold Solutions Pvt Ltd
পোস্টের নাম - সিনিয়র কনটেন্ট রাইটার
ব্যাচেলর ডিগ্রী পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
আরও পড়ুনঃ SSC HS Level Exam: কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে ৪৫০০ কর্মী নিয়োগ
৩) সংস্থার নাম - Marriott Hotels
পোস্টের নাম - স্পা রিসেপশনিস্ট
সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
আরও পড়ুনঃ বলে চার্জ নেই, ম্যাচ আপাতত বন্ধ ! ঘটনা ফুটবল বিশ্বকাপের
৪) সংস্থার নাম - Hyatt Regency
পোস্টের নাম - পেস্ট্রি শেফ
সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
আরও পড়ুনঃ BEL India Recruitment: ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে কর্মী নিয়োগ
৫) সংস্থার নাম - Onaya Fashions Pvt Ltd
পোস্টের নাম - সেলস এক্সিকিউটিভ
সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞ ও অনভিজ্ঞ উভয়েই আবেদন করতে পারবেন।
কেবল মহিলারা আবেদন করতে পারবেন।
আবেদনের লিঙ্ক Apply Now