পাঁচটি সংস্থায় কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ এই বাজারে চাকরির সুযোগ কে আর হাতছাড়া করতে চায় ! তাও আবার একসঙ্গে ৫ টি সংস্থাতে বিভিন্ন পোস্টে চাকরির খবর।
প্রতিদিন বিভিন্ন কোম্পানিতে চাকরির খবর থাকছে একটি একটি মাত্র প্রতিবেদনে। ক্লাস এইট হোক বা গ্র্যাজুয়েট - এই সুযোগ সবার জন্যই। যোগ্যতা অনুযায়ী আবেদনের সুযোগ পাবেন সকলে।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।
১) সংস্থার নাম - Sristy Traders
পোস্টের নাম - অ্যাকাউন্ট্যান্ট
সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে - sarkarsankar160@gmail.com।
যোগাযোগ - 9830878170
২) সংস্থার নাম - Apollo International School
পোস্টের নাম - শিক্ষক, প্রিন্সিপাল, কো-অর্ডিনেটর
প্রি - প্রাইমারি, প্রাইমারি, সেকেন্ডারি, সিনিয়র প্রাইমারি, অ্যাকটিভিটি টিচার, সিনিয়র সেকেন্ডারি , অ্যাডমিন টিম এর জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষ শিক্ষক নিয়োগ করা হবে।
ইংরেজি ভাষাতে কথা বলার দক্ষতা থাকতে হবে।
ফ্রেশার্সরা (গ্র্যাজুয়েট/পোস্ট গ্র্যাজুয়েট) আবেদন করতে পারবেন।
আমেদাবাদ অঞ্চলে নিয়োগ করা হবে।
আবেদনের জন্য ৩০ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে apply@aisahmedabad.edu.in।
৩) সংস্থার নাম - Ray and Martin
পোস্টের নাম - এডিটর
ফিজিক্স ও কেমিস্ট্রি বিষয়ের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে অনার্স গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন।
আবেদনের জন্য মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও গ্র্যাজুয়েশনের রেজাল্ট এবং সিভি ইমেল করে পাঠাতে হবে এই ইমেল আইডিতে rayandmartineditor@gmail.com।
৪) সংস্থার নাম - Royal Horse Energy Drink
পোস্টের নাম - ASM, SO, SR
সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।
আবেদনের জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে - 8250889009 / 8101240674।
৫) সংস্থার নাম - SSSBV School
পোস্টের নাম - শিক্ষক
ইংরেজি, বাংলা, ফিজিক্যাল সায়েন্স, পিটি ও প্রাইমারি ক্লাসের বিষয়গুলোর জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষ বি.এড/ডি.এল.এড/বি. পি.এড কোয়ালিফায়েড শিক্ষক নিয়োগ করা হবে।
আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে ssbvs9@gmail.com।