রাজ্যে ১০০ জন ফিশারি এক্সটেনশান অফিসার নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ রাজ্যে ১০০ জন ফিশারি এক্সটেনশান অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (Advertisement No.03 /2021)।
আবেদন করতে হবে অনলাইনে ২৪/ ০২/২০২১ থেকে ১৭/০৩/২০২১ তারিখ এর মধ্যে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে।
বাংলায় লেখা, পড়া ও কথা বলতে পারা এই পদে নিয়োগের আবশ্যিক শর্ত। তবে নেপালি যাদের মাতৃভাষা তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিশারি সায়েন্সে ৪ বছরের গ্রাজুয়েট প্রার্থীরা আবেদনের যোগ্য। পশ্চিমবঙ্গের Fisheries, Aquaculture, Aquatic Resources
and Fishing Harbour সম্পর্কে জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে ১/১/২০২১ অনুযায়ী ৩৯ বছরের মধ্যে।
বেতনক্রম ৩২১০০ টাকা থেকে ৮২৯০০ টাকা। এছাড়া অন্যান্য ভাতা রয়েছে।
মোট শূন্যপদ ১০০ টি।

আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটে ১৭ মার্চ, ২০২১ তারিখের মধ্যে ।
আবেদনের ফি ১৬০টাকা (পশ্চিমবঙ্গের এস সি / এস টি ও ৪০ % বা তার ওপরের প্রতিবন্ধিদের কোনও ফি লাগবে না)।
অনলাইন এ নাম নথিভুক্তি করনের শেষ তারিখ ১৭ মার্চ, ২০২১ ।
আবেদনের ফি ইউ বি আই ব্যাঙ্কের চালানের মাধ্যমেও জমা দেওয়া যাবে তবে সেক্ষেত্রে চালান জেনারেট করে নিতে হবে ১৭ মার্চ তারিখের মধ্যে।
তবে অফলাইনে ফি জমা দিতে পারবেন ১৮ মার্চ, ২০২১ পর্যন্ত।
অনলাইনে আবেদন এর জন্য আবেদনকারীর ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা চাই।
পরীক্ষার যাবতীয় তথ্য আবেদনকারীর ই-মেল আইডি ও মোবাইল নম্বর এ পাঠানো হবে, তাই নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ই-মেল আইডি ও মোবাইল নম্বর পরিবর্তন করা উচিত নয়।
অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিয়ে নেবেন।
আবেদনপত্রের প্রিন্ট আউট কোথাও পাঠানোর দরকার নেই। এটি নিজের কাছে রেখে দেবেন, নিয়োগ প্রক্রিয়ার যে কোনও সময় কাজে লাগতে পারে।
আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন পি এস সির অফিসিয়াল ওয়েবসাইট ।