ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ফুটওয়্যার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - FDDI/ADV/02/2023।

আবেদন করতে হবে অনলাইনে ৫ সেপ্টেম্বর, ২০২৩ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ল্যাবরেটরিজ পোস্ট

শূন্যপদ - ৯টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট পাশ ও কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে ডিপ্লোমা থাকতে হবে।

বেতনক্রম - ৩১,০০০/- টাকা -১,২০,০০০/- টাকা

 

২) টিচিং পোস্টস

শূন্যপদ - ৪১টি

যোগ্যতা - মাস্টার্স ডিগ্রী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে।

বেতনক্রম - ৪৫,০০০/- টাকা - ৮০,০০০/- টাকা

 

৩) ম্যানেজেরিয়াল পোস্টস

শূন্যপদ - ৬টি

যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী সহ অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন - ৪০,০০০/- টাকা - ১,৫০,০০০/- টাকা

 

৪) অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট পোস্ট

শূন্যপদ - ৬টি

যোগ্যতা - বি.কম/বি.এ পাশ সহ কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

বেতন - ৩০,০০০/- টাকা

বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স ভিন্ন।

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের ইন্টারভিউ ও স্কিল টেস্ট নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন FDDI এর অফিসিয়াল ওয়েবসাইট www.fddiindia.com

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে FDDI এর অফিসিয়াল ওয়েবসাইট www.fddiindia.com এর মাধ্যমে ৫ সেপ্টেম্বর, ২০২৩ এর মধ্যে।

পাশাপাশি প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ আবেদন পত্র জমা করতে হবে এই ঠিকানায় - ' HO - HR, Administrative Block, 4th floor, Room No. 406, FDDI, Noida, Uttar Pradesh - 201301 '।

খামের উপর কোন পোস্টের জন্য আবেদন করেছেন সেটির নাম উল্লেখ করতে হবে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন FDDI এর অফিসিয়াল ওয়েবসাইট www.fddiindia.com

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ