ফারাক্কা ব্যারেজ প্রোজেক্ট এ কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : জলশক্তি মন্ত্রকের অন্তর্গত ফারাক্কা ব্যারেজ প্রোজেক্ট এ কর্মী নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৭ জুলাই, ২০২৩ এর মধ্যে।
উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল :-
পোস্টের নাম - কনসালট্যান্ট
শূন্যপদ - ২টি
যোগ্যতা - সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারেও দক্ষ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ৭ জুলাই, ২০২৩ অনুযায়ী ৬৫ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ২০,০০০/- টাকা
মেয়াদ - ১ বছর
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৭ জুলাই, ২০২৩ এর মধ্যে।
প্রয়োজনীয় তথ্যাদি সহ সাদা কাগজে লিখে আবেদন করতে হবে। আবেদন পত্র জমা করতে হবে এই ঠিকানায় - ' General Maneger, Farakka Barrage Project, P.O. Farakka Barrage, Dist. Murshidabad, West Bengal - 742212 '।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আবেদনের অফিসিয়াল বয়ানঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন FBP এর অফিসিয়াল ওয়েবসাইট fbp.gov.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।