আজ রাজ্যের সমস্ত স্কুলের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত রাজ্যের
সন্তু সামন্তঃ আজ রাজ্যের সমস্ত স্কুলের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই মর্মে গতকাল রাতে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন একটি বিজ্ঞপ্তিও জারি করেছে।
আরও পড়ুনঃ
প্রসঙ্গত, রাজ্যজুড়ে আজ হুল দিবস পালন করা হবে। তাই আজকের দিনটিকে সেকসনাল হলিডে বলে ঘোষণা করা হয়েছে। তাই পর্ষদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে রাজ্যের সমস্ত স্কুলকে ইলেভেন টুয়েলভ এর থিওরি ও প্র্যাক্টিক্যাল পরীক্ষা নিতে বারণ করা হয়েছে।
উল্লেখ্য, ১৮৫৫ সালে আজকের দিনেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বিহারের ভাগলপুরে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ৩০ জুন দিনটি উল্লেখযোগ্য হওয়ায় আজকের দিনটি হুল দিবস হিসেবে পালন করা হবে।