ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২৬৭৪ জন কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - A- 12024/3/2021-EXAM/188।

ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে অনলাইনে ২৬ এপ্রিল, ২০২৩ এর মধ্যে।

 

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

পোস্টের নাম - সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ - ২৬৭৪টি

পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে শূন্যপদ - ২২০টি

যোগ্যতা - ব্যাচেলর ডিগ্রী পাশ সহ কম্পিউটারে প্রতি মিনিটে ৩৫টি ইংরেজি শব্দ এবং ৩০টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ২৬ এপ্রিল, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতনক্রম - ২৯,২০০/- টাকা - ৯২,৩০০/- টাকা

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

লিখিত পরীক্ষা এবং কম্পিউটার স্কিল টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে। 

ন্যাশনাল টেস্টিং এজেন্সির দ্বারা এই পরীক্ষা নেওয়া হবে।

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা সহ শিলিগুড়ি ও মালদা অঞ্চলে পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা আছে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন EPFO এর অফিসিয়াল ওয়েবসাইট www.epfindia.gov.in অথবা NTA এর অফিসিয়াল ওয়েবসাইট https://recruitment.nta.nic.in

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে EPFO এর অফিসিয়াল ওয়েবসাইট www.epfindia.gov.in অথবা NTA এর অফিসিয়াল ওয়েবসাইট https://recruitment.nta.nic.in এর মাধ্যমে ২৬ এপ্রিল, ২০২৩ এর মধ্যে।

আবেদন মূল্য ৭০০/- টাকা। তবে এসসি/এসটি/এক্স সার্ভিসম্যান/প্রতিবন্ধী/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/UPI ইত্যাদির মাধ্যমে।

উল্লেখিত পোস্টের জন্য কেবলমাত্র একবারই আবেদন করতে পারবেন। একাধিকবার আবেদন করলে আবেদন পত্র বাতিল করা হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন EPFO এর অফিসিয়াল ওয়েবসাইট www.epfindia.gov.in অথবা NTA এর অফিসিয়াল ওয়েবসাইট https://recruitment.nta.nic.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ