Engineers India Job: ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডে ট্রেনি নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডে ট্রেনি নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে অনলাইনে ১৪ মার্চ, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
যে যে শাখাতে ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ করা হবে সেগুলি হল -
১) কেমিক্যাল
শূন্যপদ - ৫টি
২) মেকানিকাল
শূন্যপদ - ১৬টি
৩) সিভিল
শূন্যপদ - ৯টি
৪) ইলেকট্রিক্যাল
শূন্যপদ - ৭টি
৫) ইন্সট্রুমেন্টেশন
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - কমপক্ষে ৬৫% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/বি.টেক/বি.এসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জুলাই, ২০২৩ অনুযায়ী ২৫ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতনক্রম - ৬০,০০০/- টাকা - ১,৮০,০০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
আবেদনকারীদের GATE 2023 পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
চূড়ান্ত বর্ষের ছাত্ররা আবেদনের যোগ্য। তবে মনে রাখতে হবে, ২০২১ ও তার পূর্বে উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট recruitment.eil.co.in এর মাধ্যমে ১৪ মার্চ, ২০২৩ এর মধ্যে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট www.engineersindia.com।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।