ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক: বিমান বন্দরে শতাধিক কর্মী নিয়োগ করা হবে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অন্তর্গত এএআই কার্গো লজিস্টিকস অ্যান্ড অ্যালইড সার্ভিসেস কোম্পানি লিমিটেডে নিযুক্ত করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 08।

মাধ্যমিক পাশ যোগ্যতার ছেলেমেয়ে উভয়েই আবেদন করতে পারবেন।

আবেদন করতে হবে অনলাইনে ৩১ আগস্ট, ২০২৩ এর মধ্যে।

 

 

উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল - 

 

পোস্টের নাম - ট্রলি রেট্রিভার

শূন্যপদ - ১০৫টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ ও  শারীরিকভাবে সক্ষম হতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ আগস্ট, ২০২৩ অনুযায়ী ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতন - ২১,৩০০/- টাকা

প্রবেশন পিরিয়ড - ১ বছর 

 

 

নির্বাচন পদ্ধতি 

 

 

ম্যানেজমেন্ট/ এয়ারপোর্টের নিয়ম বিধি অনুযায়ী চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

৩ বছরের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে। তবে প্রয়োজন অনুসারে এবং কাজের মানের উপর ভিত্তি করে পরবর্তীকালে মেয়াদ আরও বৃদ্ধি পেতে পারে।

 

চেন্নাই এয়ারপোর্ট এ নিয়োগ করা হবে।

 

 

আবেদন পদ্ধতি 

 

 

আবেদন করতে হবে অনলাইনে AAICLAS  এর অফিসিয়াল ওয়েবসাইট www.aaiclas.aero এর মাধ্যমে ৩১ আগস্ট, ২০২৩ এর মধ্যে। 

আবেদন মূল্য ২৫০/- টাকা। তবে এসসি/এসটি/মহিলার ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।

 

আরও পড়ুনঃ Download Now

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন AAICLAS  এর অফিসিয়াল ওয়েবসাইট www.aaiclas.aero

 

এইরকম প্রতি সপ্তাহে একসঙ্গে আপডেট পাওয়ার পাশাপাশি প্রতিদিনের চাকরির খবর নখদর্পণে রাখতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ  গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ