রাজ্যের সরকারি বিভাগে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : রাজ্যের সমাজ কল্যাণ ও জেলা শিশু সুরক্ষা বিভাগে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩ অক্টোবর, ২০২৪ তারিখের মধ্যে।
উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল :-
পোস্টের নাম - কেস ওয়ার্কার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা ও কমপিউটারে দক্ষতা সহ বাংলা ভাষাতে কথা বলা, লেখা এবং পড়ার দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে।
পারিশ্রমিক - ১৫,০০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার টেস্ট এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন জেলার অফিসিয়াল ওয়েবসাইট https://www.s24pgs.gov.in।
অস্থায়ী হিসেবে চুক্তিভিত্তিক মেয়াদে কেবল মহিলা প্রার্থীকে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ৩ অক্টোবর, ২০২৪ তারিখের মধ্যে। আবেদন পত্র ডাউনলোড করতে হবে জেলার অফিসিয়াল ওয়েবসাইট www.s24pgs.gov.in থেকে। তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ আবেদন পত্র খামে ভরে ডাকের মাধ্যমে জমা করতে হবে এই ঠিকানায় - ' OFFICE OF THE DISTRICT MAGISTRATE COLLECTOR, SOUTH 24 PARGANAS, Social Welfare Sections, New Treasurey Building, Alipore, Kolkata - 700027 '।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন জেলার অফিসিয়াল ওয়েবসাইট www.s24pgs.gov.in।