ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড দূর্গাপুরে কর্মী নিয়োগ (SAIL Recruitment 2024) করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - DSP/HR - NW/RECTT/PTN-2024(DEC)/DETL।

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ। ইন্টারভিউ চলবে ৩ ডিসেম্বর, ২০২৪ তারিখ থেকে ৫ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত।


উল্লেখিত পোস্টে কারা কোন যোগ্যতায় আবেদন করতে পারবেন তা নীচে দেওয়া হল :-


পোস্টের নাম - ট্রেন্ড নার্স (Nurse Recruitment 2024)

শূন্যপদ - ৫১টি

যোগ্যতা - নার্সিং এ বিএসসি ডিগ্রী বা নার্সিং ও মিডউইফিরি তে ডিপ্লোমা সহ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩ ডিসেম্বর, ২০২৪ তারিখ অনুযায়ী ৩০ বছর।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

স্টাইপেন্ড  - ১০,০০০/- টাকা

ট্রেনিং পিরিয়ড - ১৮ মাস



আবেদন পদ্ধতি 



সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ। ইন্টারভিউ চলবে ৩ ডিসেম্বর, ২০২৪ তারিখ থেকে ৫ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত। আবেদন পত্র ডাউনলোড করতে হবে SAIL এর অফিসিয়াল ওয়েবসাইট www.sail.co.in থেকে।


অফিসিয়াল বিজ্ঞপ্তি ও আবেদন পত্রের বয়ানঃ Download Now


ইন্টারভিউ হওয়ার ঠিকানা :-

Place - Durgapur
Date - 03-12-2024 to 05-12-2024
Time - 09:30 AM to 3:00 PM 
Venue - DIV School, Near DSP Main Hospital,J.M. Sengupta Road, B Zone, Durgapur - 713205

Contact Person–Mr. Tapas Kumar Saha, DM 
(HR-M&HS), Contact no.- 0343-2746225

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন SAIL এর অফিসিয়াল ওয়েবসাইট www.sail.co.in


চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ