ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ পূর্ব রেলওয়ের অন্তর্গত শিয়ালদহ ডিভিশনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

১) নার্সিং সুপারিটেনডেন্ট
শূন্যপদ - ১০টি
যোগ্যতা - ইন্ডিয়ান নার্সিং স্কুল স্বীকৃত যে কোন নার্সিং স্কুল বা ইনস্টিটিউট থেকে জেনারেল নার্সিং অ্যান্ড মিডউইফারি তে ৩ বছরের কোর্স সহ রেজিস্টার্ড নার্স ও মিডওয়াইফ হিসেবে সার্টিফিকেট থাকতে হবে অথবা বি.এসসি ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ অক্টোবর, ২০২২ অনুযায়ী ২১ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - লেভেল - ৭

 

২) হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর
শূন্যপদ - ২টি
যোগ্যতা - বি.এসসি সহ সংশ্লিষ্ট বিষয়ে ১ বছরের ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ অক্টোবর, ২০২২ অনুযায়ী ২১ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - লেভেল - ৬

 

৩) ফার্মাসিস্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - বিজ্ঞান বা সমতুল্য বিষয়ে উচ্চ মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের ডিপ্লোমা এবং কাউন্সিল থেকে রেজিস্টার্ড হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ অক্টোবর, ২০২২ অনুযায়ী ২০ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - লেভেল - ৫

 

৪) রেডিওগ্রাফার
শূন্যপদ - ২টি
যোগ্যতা - বিজ্ঞান বা সমতুল্য বিষয়ে উচ্চ মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে ১ বছরের কোর্স করা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ অক্টোবর, ২০২২ অনুযায়ী ১৯ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - লেভেল - ৫

 

৫) হিমোডায়ালেসিস টেকনিশিয়ান
শূন্যপদ - ২টি
যোগ্যতা - বি.এসসি ডিগ্রী সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ অক্টোবর, ২০২২ অনুযায়ী ২১ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - লেভেল - ৬

 

৬) অপ্টোমেট্রিস্ট
শূন্যপদ - ১টি
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী কোর্স করা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ অক্টোবর, ২০২২ অনুযায়ী ২১ বছর থেকে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - লেভেল - ৬

 

আবেদন পদ্ধতি

 

সরাসরি ওয়াক - ইন - ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

ইন্টারভিউ হবে - কলকাতা, সাগর, পূর্ব রেলওয়ে, শিয়ালদহ, অফিসার্স ক্লাব শিয়ালদহ অঞ্চলে সকাল ১০টা থেকে।

নার্সিং সুপারিটেনডেন্ট ও হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর পোস্ট দুটির ইন্টারভিউ নেওয়ার সম্ভাব্য তারিখ ১৭ অক্টোবর, ২০২২ তারিখে।

বাকি সকল পোস্টগুলির ইন্টারভিউ নেওয়ার সম্ভাব্য তারিখ ২০অক্টোবর, ২০২২।

প্রয়োজনীয় তথ্যাদি, সার্টিফিকেট, ২টি পাসপোর্ট ছবি ইত্যাদি ইন্টারভিউ এর সময় নিয়ে যেতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে লগ ইন করুন  পূর্ব রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.er.indianrailways.gov.in

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ