১৭৮৫ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে দক্ষিণ পূর্ব রেল
স্কিল বেঙ্গল ডেস্কঃ দক্ষিণ পূর্ব রেলের ৬ টি ওয়ার্কশপে বিভিন্ন ট্রেডে মোট ১৭৮৫ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর – SER/P-HQ/RRC/PERS/Act Apprentices/2022-23।
ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।
আবেদন করতে হবে অনলাইনে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ৩ জানুয়ারি, ২০২৩ এ।
আবেদনের শেষ তারিখ ২ ফেব্রুয়ারি, ২০২৩।
ট্রেনিং দেওয়া হবে Apprentices Act, 1961 এবং Apprenticeship Rules, 1992 অনুযায়ী।
ট্রেড অনুযায়ী বিস্তারিত তথ্য
যে যে ওয়ার্কশপে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল -
১) খড়গপুর ওয়ার্কশপ
মোট শূন্যপদ - ৩৬০টি
২) সিনি ওয়ার্কশপ
মোট শূন্যপদ - ১০৭টি
৩) খড়গপুর ডিভিশন
মোট শূন্যপদ – ৬১২ টি
৪) চক্রধরপুর ডিভিশন
মোট শূন্যপদ - ৪১৩টি
৫) আদ্রা ডিভিশন
মোট শূন্যপদ - ২১৩টি
৬) রাঁচি ডিভিশন
মোট শূন্যপদ - ৮০টি
কারা আবেদনের যোগ্য
কমপক্ষে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে।
পাশাপাশি শারীরিকভাবেও সক্ষম হতে হবে। বয়স হতে হবে ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি – see pdf file
নির্বাচন পদ্ধতি
আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে এবং চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে দক্ষিণ পূর্ব রেলের অফিসিয়াল ওয়েবসাইটে।
অনলাইন আবেদনের লিঙ্ক - https://iroams.com/RRCSER/
আবেদন প্রক্রিয়া শুরু হবে ৩ জানুয়ারি, ২০২৩ এ।
আবেদনের শেষ তারিখ ২ ফেব্রুয়ারি, ২০২৩।
একাধিক ট্রেডে আবেদন করলে তার আবেদনপত্র বাতিল করা হবে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন দক্ষিণ পূর্ব রেলের অফিসিয়াল ওয়েবসাইট www.rrcser.co.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।