DVC Recruitment: দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : দামোদর ভ্যালি কর্পোরেশনে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - PLR/JE 2023/05।
আবেদন করতে হবে অনলাইনে ২৬ মে, ২০২৩ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
যে যে শাখাতে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে সেগুলি হল -
১) জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড - III (মেকানিকাল)
শূন্যপদ - ১০টি
২) জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড - III (ইলেকট্রিক্যাল)
শূন্যপদ - ১০টি
৩) জুনিয়র ইঞ্জিনিয়ার (সি অ্যান্ড আই)
শূন্যপদ - ১০টি
৪) জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল)
শূন্যপদ - ৫টি
৫) জুনিয়র ইঞ্জিনিয়ার (কম.)
শূন্যপদ - ৫টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২৬ মে, ২০২৩ অনুযায়ী ২৮ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতনক্রম - ৩৫,৪০০/- টাকা - ১,১২,৪০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
কম্পিউটার বেসড টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন DVC এর অফিসিয়াল ওয়েবসাইট www.dvc.gov.in
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে DVC এর অফিসিয়াল ওয়েবসাইট dvc.gov.in এর মাধ্যমে ২৬ মে, ২০২৩ এর মধ্যে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download now
আবেদন মূল্য ৩০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/এক্স - সার্ভিসম্যানের ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।
টাকা জমা করতে হবে অনলাইনে SBI COLLECT এর মাধ্যমে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন DVC এর অফিসিয়াল ওয়েবসাইট dvc.gov.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।