ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ দামোদর ভ্যালি কর্পোরেশন এ গ্র্যাজুয়েট ট্রেনি নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি নম্বর - PLR/GET/2022/02।

আবেদন করতে হবে অনলাইনে ৩১ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

যে যে শাখাতে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং ট্রেনি নিয়োগ করা হবে সেগুলি হল - 

১) মেকানিকাল
শূন্যপদ - ২৭টি

২) ইলেকট্রিক্যাল
শূন্যপদ - ৪৫টি

৩) সিভিল
শূন্যপদ - ৯টি

৪) ইনস্ট্রুমেন্টেশন
শূন্যপদ - ৯টি

৫) ইনফরমেশন টেকনোলজি
শূন্যপদ - ৫টি

৬) কমিউনিকেশন
শূন্যপদ - ৫টি

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now

 

যোগ্যতা - ইঞ্জিনিয়ারিং এর সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩১ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ২৯ বছরের মধ্যে।

তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

বেতনক্রম - ৫৬,১০০/- টাকা - ১,৭৭,৫০০/- টাকা

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

GATE 2022 পরীক্ষায় প্রাপ্ত নম্বর অনুযায়ী প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে অনলাইনে DVC এর অফিসিয়াল ওয়েবসাইট application.dvc.gov.in/HrdApplGate/ এর মাধ্যমে ৩১ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।

আবেদন মূল্য ৩০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/এক্স সার্ভিসম্যানএর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে SBI Collect এর মাধ্যমে।

একজন আবেদনকারী কেবল মাত্র একটি পোস্টের জন্যই আবেদন করতে পারবেন। একাধিক পোস্টে আবেদন করতে পারবেন না।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন DVC এর অফিসিয়াল ওয়েবসাইট www.dvc.gov.in/dvcwebsite_new1/

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ