ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

 স্কিল বেঙ্গল ডেস্কঃ  মোট ৭২৩৬ জন ক্লার্ক ও শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল দিল্লি সাব-অরডিনেট সার্ভিসেস সিলেকশান বোর্ড।  আবেদন করতে হবে অনলাইনে, ২৪ জুন, ২০২১ -এর মধ্যে। 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


 
  ট্রেইন্ড গ্রাজুয়েট টিচার(হিন্দি
             (মহিলা ) 
পোস্ট কোড - ৩৩/২১


শিক্ষাগত যোগ্যতা - যে-কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে mordern indian language -এ অনার্স পাশ অথবা সর্বমোট কমপক্ষে ৪৫% নম্বর ও ইলেক্টিভ বিষয় সহ যে-কোনো mordern indian language-এ  B.A পাশরা আবেদনের যোগ্য। 

বেতন - মাসিক ৯,৩০০ - ৩৪,৮০০ টাকা, সঙ্গে গ্রেড পে রয়েছে ৪,৬০০ টাকা।

বয়সসীমা - বয়স হতে হবে ৩২ বছরের কম। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সে ছাড় রয়েছে। 

 ট্রেইন্ড গ্রাজুয়েট টিচার(হিন্দি 
          ( পুরুষ ) 

পোস্ট কোড -৩৪/২১

 

শিক্ষাগত যোগ্যতা- যে-কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে mordern indian language -এ অনার্স পাশ অথবা সর্বমোট কমপক্ষে ৪৫% নম্বর ও ইলেক্টিভ বিষয় সহ যে-কোনো mordern indian language-এ  B.A পাশরা আবেদনের যোগ্য। 

বেতন - মাসিক ৯,৩০০ - ৩৪,৮০০ টাকা, সঙ্গে গ্রেড পে রয়েছে ৪,৬০০ টাকা।

বয়সসীমা - বয়স হতে হবে ৩২ বছরের কম। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সে ছাড় রয়েছে। 

 

ট্রেইন্ড গ্রাজুয়েট টিচার(পুরুষ 
          ( ন্যাচারাল সায়ন্স ) 

পোস্ট কোড - ৩৫/২১

 

শিক্ষাগত যোগ্যতা - যে-কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সর্বমোট ৪৫% নম্বর সহ ব্যচেলরস ডিগ্রি এবং ইংরেজি, অঙ্ক, ন্যাচেরাল বা ফিজিক্যাল  সায়ন্স, স্যোশাল সায়ন্স- এর মধ্যে অন্তত একটি ইলেক্টিভ বিষয় হিসেবে ডিগ্রি কোর্সে  পড়ে থাকলে আবেদনের যোগ্য।

বেতন - মাসিক ৯,৩০০ - ৩৪,৮০০ টাকা, সঙ্গে গ্রেড পে রয়েছে ৪,৬০০ টাকা।

বয়সসীমা - বয়স হতে হবে ৩২ বছরের কম। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সে ছাড় রয়েছে।

 

     ট্রেইন্ড গ্রাজুয়েট টিচার 
     ( মহিলা)(ন্যচেরাল সায়ন্স)

পোস্ট কোড - ৩৬/২১

 

 শিক্ষাগত যোগ্যতা - যে-কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সর্বমোট ৪৫% নম্বর সহ ব্যচেলরস ডিগ্রি এবং ইংরেজি, অঙ্ক, ন্যাচেরাল বা ফিজিক্যাল  সায়ন্স, স্যোশাল সায়ন্স- এর মধ্যে অন্তত একটি ইলেক্টিভ বিষয় হিসেবে ডিগ্রি কোর্সে  পড়ে থাকলে আবেদনের যোগ্য।

বেতন - মাসিক ৯,৩০০ - ৩৪,৮০০ টাকা, সঙ্গে গ্রেড পে রয়েছে ৪,৬০০ টাকা।

বয়সসীমা - বয়স হতে হবে ৩২ বছরের কম। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সে ছাড় রয়েছে।

 

ট্রেইন্ড গ্রাজুয়েট টিচার(অঙ্ক)
      ( মহিলা) 

পোস্ট কোড - ৩৭/২১

 

শিক্ষাগত যোগ্যতা -যে-কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সর্বমোট ৪৫% নম্বর সহ ব্যচেলরস ডিগ্রি এবং ইংরেজি, অঙ্ক, ন্যাচেরাল বা ফিজিক্যাল  সায়ন্স, স্যোশাল সায়ন্স- এর মধ্যে অন্তত একটি ইলেক্টিভ বিষয় হিসেবে ডিগ্রি কোর্সে  পড়ে থাকলে আবেদনের যোগ্য।

বেতন - মাসিক ৯,৩০০ - ৩৪,৮০০ টাকা, সঙ্গে গ্রেড পে রয়েছে ৪,৬০০ টাকা।

বয়সসীমা - বয়স হতে হবে ৩২ বছরের কম। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সে ছাড় রয়েছে।

 

ট্রেইন্ড গ্রাজুয়েট টিচার(পুরুষ)
              (অঙ্ক) 
পোস্ট কোড - ৩৮/২১

 

শিক্ষাগত যোগ্যতা - যে-কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সর্বমোট ৪৫% নম্বর সহ ব্যচেলরস ডিগ্রি এবং ইংরেজি, অঙ্ক, ন্যাচেরাল বা ফিজিক্যাল  সায়ন্স, স্যোশাল সায়ন্স- এর মধ্যে অন্তত একটি ইলেক্টিভ বিষয় হিসেবে ডিগ্রি কোর্সে  পড়ে থাকলে আবেদনের যোগ্য।

বেতন - মাসিক ৯,৩০০ - ৩৪,৮০০ টাকা, সঙ্গে গ্রেড পে রয়েছে ৪,৬০০ টাকা।

বয়সসীমা - বয়স হতে হবে ৩২ বছরের কম। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সে ছাড় রয়েছে।


 
ট্রেইন্ড গ্রাজুয়েট টিচার(পুরুষ
        (সোশ্যাল সায়ন্স) 

পোস্ট কোড - ৩৯/২১

 

শিক্ষাগত যোগ্যতা - শিক্ষাগত যোগ্যতা - যে-কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সর্বমোট ৪৫% নম্বর সহ ব্যচেলরস ডিগ্রি এবং ইংরেজি, অঙ্ক, ন্যাচেরাল বা ফিজিক্যাল  সায়ন্স, স্যোশাল সায়ন্স- এর মধ্যে অন্তত একটি ইলেক্টিভ বিষয় হিসেবে ডিগ্রি কোর্সে  পড়ে থাকলে আবেদনের যোগ্য।

বেতন - মাসিক ৯,৩০০ - ৩৪,৮০০ টাকা, সঙ্গে গ্রেড পে রয়েছে ৪,৬০০ টাকা।

বয়সসীমা - বয়স হতে হবে ৩২ বছরের কম। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সে ছাড় রয়েছে।

 

ট্রেইন্ড গ্রাজুয়েট টিচার(মহিলা 
          ( সোশ্যাল সায়ন্স ) 

পোস্ট কোড - ৪০/২১

 

 শিক্ষাগত যোগ্যতা - যে-কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সর্বমোট ৪৫% নম্বর সহ ব্যচেলরস ডিগ্রি এবং ইংরেজি, অঙ্ক, ন্যাচেরাল বা ফিজিক্যাল  সায়ন্স, স্যোশাল সায়ন্স- এর মধ্যে অন্তত একটি ইলেক্টিভ বিষয় হিসেবে ডিগ্রি কোর্সে  পড়ে থাকলে আবেদনের যোগ্য।

বেতন - মাসিক ৯,৩০০ - ৩৪,৮০০ টাকা, সঙ্গে গ্রেড পে রয়েছে ৪,৬০০ টাকা।

বয়সসীমা - বয়স হতে হবে ৩২ বছরের কম। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সে ছাড় রয়েছে।

 

ট্রেইন্ড গ্রাজুয়েট টিচার(পুরুষ 
              (বাংলা) 

পোস্ট কোড - ৪১/২১

 

শিক্ষাগত যোগ্যতা - যে-কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে mordern indian language -এ অনার্স পাশ অথবা সর্বমোট কমপক্ষে ৪৫% নম্বর ও ইলেক্টিভ বিষয় সহ যে-কোনো mordern indian language-এ  B.A পাশরা আবেদনের যোগ্য। 

বেতন - মাসিক ৯,৩০০ - ৩৪,৮০০ টাকা, সঙ্গে গ্রেড পে রয়েছে ৪,৬০০ টাকা।

বয়সসীমা - বয়স হতে হবে ৩২ বছরের কম। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সে ছাড় রয়েছে। 

 

 অ্যাসিস্ট্যান্ট টিচার(নার্সারি)

পোস্ট কোড - ৪২/২১

 

শিক্ষাগত যোগ্যতা - যে-কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে কমপক্ষে ৪৫% নম্বর এবং হিন্দি সহ সিনিয়র সেকেন্ডারি (দ্বাদশ শ্রেণি) পাশ এবং কমপক্ষে দু'বছরের টিচার এডুকেশন প্রোগ্রামের ডিপ্লোমা কোর্স বা বি.এড করা  থাকলে আবেদনের যোগ্য।  

বেতন - মাসিক ৯,৩০০ - ৩৪,৮০০ টাকা, সঙ্গে গ্রেড পে রয়েছে ৪,২০০ টাকা।

বয়সসীমা - বয়স হতে হবে ৩০ বছরের কম। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সে ছাড় রয়েছে। 

 

জুনিয়র সেকরেটরিয়েট এসিস্ট্যান্ট 

পোস্ট কোড - ৪৩/২১

 

শিক্ষাগত যোগ্যতা - যে-কোনো স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন বা সেকেন্ডারি স্কুল ফাইনাল পাশ এবং প্রতি মিনিটে ৩৫ টি ইংরেজি ও ৩০ টি হিন্দি শব্দ কম্পিউটারে টাইপ করতে পারলে আবেদনের যোগ্য। 

বেতন - মাসিক ৫,২০০ - ২০,২০,২০০টাকা, সঙ্গে গ্রেড পে রয়েছে ১৯০০ টাকা।

বয়সসীমা - বয়স হতে হবে ১৮-২৭ এর মধ্যে।  তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সে ছাড় রয়েছে। 

 

              কাউন্সিলর

পোস্ট কোড - ৪৪/২১

শিক্ষাগত যোগ্যতা - সাইকোলজি নিয়ে ব্যাচেলরস ডিগ্রি সহ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা  অথবা মাস্টার্স ডিগ্রি পাশ ও স্কুল লেভেলে হিন্দি পাশরা আবেদনের যোগ্য। 

বেতন - মাসিক ৯,৩০০ - ৩৪,৮০০ টাকা, সঙ্গে গ্রেড পে রয়েছে ৪,২০০ টাকা।

বয়সসীমা - বয়স হতে হবে ৩০ বছরের কম। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সে ছাড় রয়েছে। 


  অ্যাসিস্ট্যান্ট টিচার(প্রাইমারি)

পোস্ট কোড - ৪৫/২১

 

শিক্ষাগত যোগ্যতা - স্কুল স্তরে হিন্দিসহ সিনিয়র সেকেন্ডারি  এবং CBSC -বোর্ডের অধীনে সেন্টাল টিচার এলিজিবিলিটি টেস্ট পাশরা আবেদনের যোগ্য। 

বেতন - মাসিক ৯,৩০০ - ৩৪,৮০০ টাকা, সঙ্গে গ্রেড পে রয়েছে ৪,২০০ টাকা।

বয়সসীমা - বয়স হতে হবে ৩০ বছরের কম। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সে ছাড় রয়েছে। 

 

               হেড ক্লার্ক

পোস্ট কোড - ৪৬/২১

 

শিক্ষাগত যোগ্যতা -  কম্পিউটার সহ ব্যাচেলর ডিগ্রি পাশরা আবেদনের যোগ্য। 

বেতন - মাসিক ৯,৩০০ - ৩৪,৮০০ টাকা, সঙ্গে গ্রেড পে রয়েছে ৪,৬০০ টাকা।

বয়সসীমা - বয়স হতে হবে ৩০ বছরের কম। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সে ছাড় রয়েছে। 

 

অ্যাসিস্ট্যান্ট

 টিচার(প্রাইমারি)

পোস্ট কোড - ৪৭/২১

 

শিক্ষাগত যোগ্যতা - যে-কোনো স্বীকৃত বোর্ড থেকে হিন্দি বিষয় সহ দশম শ্রেণি  এবং কমপক্ষে ৫০% নম্বর সহ দ্বাদশ শ্রেণি পাশ এবং দু'বছরের টিচার্স ট্রেনিং কোর্স করা থাকলে আবেদনের যোগ্য।  

বেতন - মাসিক ৯,৩০০ - ৩৪,৮০০ টাকা, সঙ্গে গ্রেড পে রয়েছে ৪,২০০ টাকা।

বয়সসীমা - বয়স হতে হবে ৩০ বছরের কম। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সে ছাড় রয়েছে। 

 

             পাটোয়ারী 

পোস্ট কোড - ৪৮/২১

 

শিক্ষাগত যোগ্যতা - যে-কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট পাশরা আবেদনের যোগ্য। 

বেতন - মাসিক ৫,২০০ - ২০,২০০ টাকা, সঙ্গে গ্রেড পে রয়েছে ২,০০০ টাকা।

বয়সসীমা - বয়স হতে হবে ২১-২৭ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সে ছাড় রয়েছে।

 

শূন্য পদ তালিকার আকারে  

 

নিয়োগ পদ্ধতি 

 

নিয়োগ করা হবে One tier/ Two tier পরীক্ষা পদ্ধতিতে। সেইসঙ্গে কিছু কিছু পোস্টের জন্য স্কিল টেস্টের পরীক্ষা নেওয়া হবে। 

আবেদনের তারিখ - আবেদন শুরু হবে ২৫ মে, ২০২১ তারিখ থেকে।  আবেদন করা যাবে ২৪ জুন ২০২১ পর্যন্ত। 

আবেদন ফি ও পদ্ধতি - ১০০ টাকা ফি দিয়ে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।

ওয়েবসাইটের ঠিকানা - https://dsssb.delhi.gov.in 

 

     এবিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন অফিশিয়াল ওয়েবসাইট

 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ