DRDO Recruitment: ট্রেনি নিয়োগ করছে কেন্দ্রীয় গবেষণা সংস্থা
স্কিল বেঙ্গল ডেস্ক: অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO। ট্রেনিং হবে ডক্টর এ পি জে আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্স এর রিসার্চ সেন্টার IMARAT এ। বিজ্ঞপ্তি নম্বর - RCI/HRD/Apprenticeship/2023-24/Adv/01।
আবেদন করতে হবে অনলাইনে ২৯ জুন, ২০২৩ এর মধ্যে।
ট্রেড অনুযায়ী বিস্তারিত তথ্য
১) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস
শূন্যপদ - ৩০টি
যোগ্যতা - মেকানিকাল/কেমিক্যাল/ECE/EEE/CSE তে বি.ই/বি.টেক ডিগ্রী থাকতে হবে।
স্টাইপেন্ড - ৯০০০/- টাকা
২) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ডিপ্লোমা)
শূন্যপদ - ৩০টি
যোগ্যতা - মেকানিকাল/কেমিক্যাল/ECE/EEE/CSE তে বি.ই/বি.টেক ডিপ্লোমা থাকতে হবে।
স্টাইপেন্ড - ৮০০০/- টাকা
৩) ট্রেড অ্যাপ্রেন্টিস (আই টি আই)
শূন্যপদ - ৯০টি
যোগ্যতা - আই টি আই পাশ হতে হবে এই সমস্ত ট্রেডে - ফিটার/ওয়েল্ডার/ টার্নার/মেশিনিস্ট, মেকানিক ডিজেল/ইলেকট্রনিক্স মেকানিক/ইলেকট্রিশিয়ান/লাইব্রেরী অ্যাসিস্ট্যান্ট এবং COPA।
স্টাইপেন্ড - সরকারি নিয়ম বিধি অনুযায়ী প্রদান করা হবে।
তবে ২০২০,২০২১ ও ২০২২ এ যারা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৬০% নম্বর সহ ডিগ্রী , ডিপ্লোমা এবং আই টি আই পাশ করেছেন কেবল তারাই আবেদনের যোগ্য।
বয়স - প্রতিটি ক্ষেত্রেই বয়স হতে হবে ১ জুন, ২০২৩ অনুযায়ী ১৮ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
ট্রেনিং দেওয়া হবে Apprenticeship Act 1961 অনুযায়ী এবং অ্যাপ্রেন্টিসশিপের মেয়াদ - ১ বছর।
নির্বাচন পদ্ধতি
আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন DRDO এর অফিসিয়াল ওয়েবসাইট https://drdo.gov.in/ থেকে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে DRDO এর অফিসিয়াল ওয়েবসাইট https://drdo.gov.in/ এর মাধ্যমে ২৯ জুন, ২০২৩ এর মধ্যে।
গ্র্যাজুয়েট এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট www.mhrdnats.gov.in এবং আই টি আই অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে www.apprenticeshipindia.org তে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন DRDO এর অফিসিয়াল ওয়েবসাইট https://drdo.gov.in/।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।