DRDO recruitment: কর্মী নিয়োগ করছে কেন্দ্রীয় গবেষনা সংস্থা
স্কিল বেঙ্গল ডেস্কঃ DRDO এর অন্তর্গত নেভাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল ল্যাবরেটরিতে বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - NSTL/APPRENTICESHIP/02/2022।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১০ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।
ট্রেনিং দেওয়া হবে Apprentices Act 1961 অনুযায়ী।
অ্যাপ্রেন্টিসশিপের মেয়াদ - ১ বছর।
ট্রেড অনুযায়ী বিস্তারিত তথ্য
ক) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস
মোট শূন্যপদ - ২৪টি
যে যে শাখাতে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল -
১) মেকানিকাল ইঞ্জিনিয়ারিং ২) নেভাল আর্কিটেক্ট ৩) কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ৪) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ৫) ইন্সট্রুমেন্টেশন ৬) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে বি.টেক/বি.ই ডিগ্রী থাকতে হবে।
স্টাইপেন্ড - ৯০০০/- টাকা
খ) ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস
মোট শূন্যপদ - ১৭টি
যে যে শাখাতে ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল -
১) কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ২) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ৩) ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন ৪) মেকানিকাল ইঞ্জিনিয়ারিং
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।
স্টাইপেন্ড - ৮০০০/- টাকা
গ) ট্রেড অ্যাপ্রেন্টিস
মোট শূন্যপদ - ২২টি
যে যে শাখাতে ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল -
১) CNC অপারেটর ২) কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ৩) ইলেকট্রিশিয়ান ৪) ওয়েলডার ৫) টার্নার ৬) ফিটার ৭) মেকানিস্ট
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ হতে হবে।
স্টাইপেন্ড - সরকারি নিয়ম বিধি অনুযায়ী স্টাইপেন্ড প্রদান করা হবে।
বয়স - বয়স হতে হবে ১০ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
কেবল মাত্র ২০১৯/২০২০/২০২১ সালের গ্র্যাজুয়েট/ডিপ্লোমা/আইটিআই পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।
নির্বাচন পদ্ধতি
আবেদন পত্রের ডকুমেন্ট ভেরিফিকেশন এর পর প্রয়োজন অনুসারে শিক্ষাগত যোগ্যতা/লিখিত পরীক্ষা/ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য ছাত্রছাত্রীদের নির্বাচিত করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১০ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে।
এমপ্লয়মেন্ট নিউজের বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্র সংগ্রহ করতে হবে। তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি সহ ইমেল করে পাঠাতে হবে এই ইমেল আইডিতে - admin.dept.nsti@gov.in।
তবে আবেদন করার আগে www.apprenticeshipindia.gov.in এবং www.mhrdnats.gov.in এ অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন এমপ্লয়মেন্ট নিউজের বিজ্ঞপ্তি।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।