ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : রেজিমেন্টাল সেন্টারে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।

মাধ্যমিক পাশ যোগ্যতার ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৮ জুন, ২০২৩ এর মধ্যে।

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

 

১) ড্রটম্যান

শূন্যপদ - ১টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা থাকতে হবে।

বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৮১,১০০/- টাকা

 

২) টেলর

শূন্যপদ - ১টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই সার্টিফিকেট থাকতে হবে।

বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা

 

৩) কুক

শূন্যপদ - ১টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা

 

৪) বার্বার

শূন্যপদ - ১টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতনক্রম - ১৮,০০০/- টাকা - ৫৬,৯০০/- টাকা

 

বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

 

নির্বাচন পদ্ধতি

 

 

লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট/ট্রেড টেস্ট এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

নির্বাচন পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন রেজিমেন্টাল সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইট ।

 

 

আবেদন পদ্ধতি

 

 

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৮ জুন, ২০২৩ এর মধ্যে।

আবেদন পত্র ডাউনলোড করতে হবে রেজিমেন্টাল সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' Commandant, The Dogra Regimental Centre, Ayodhya Cantt., Ayodhya (UP) - 224001 '।

 

খামের উপর কোন পোস্টের জন্য আবেদন করা হয়েছে সেটির নাম উল্লেখ করতে হবে।

 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন রেজিমেন্টাল সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইট অথবা এমপ্লয়মেন্ট নিউজের বিজ্ঞপ্তি।

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ